ভারত বনাম নিউজিল্যান্ড ২০১৬: শেষ দুই একদিনের আর্ন্তজাতিকের জন্য ঘোষিত ভারতীয় দল 1

সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ৫-ম্যাচের একদিনের আর্ন্তজাতিক সিরিজের শেষ দুই একদিনের আর্ন্তজাতিক ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করে। সুরেশ রায়নাকে বাদ দিয়ে চলতি সিরিজের প্রথম তিনটি একদিনের আর্ন্তজাতিক ম্যাচের বাকি পুরো ১৪-জনের প্রাথমিক দলটাই অপরিবর্তিত রেখেছেন বোর্ড কর্তারা। ভাইরাল জ্বরের জন্য সুরেশ রায়নাকে বাকি দুই একদিনের আর্ন্তজাতিক ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সিরিজ শুরুর আগে থেকেই ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় সুরেশ রায়না সিরিজের প্রথম তিনটি একদিনের আর্ন্তজাতিক ম্যাচেও অংশগ্রহণ করতে পারেনি।

পাঁচ-ম্যাচের একদিনের আর্ন্তজাতিক সিরিজে ভারত আপাতত ২-১-এ এগিয়ে আছে। ধর্মশালায় চলতি একদিনের আর্ন্তজাতিক সিরিজের প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে জয়লাভ করে, তবে দিল্লীতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড রুদ্ধশ্বাসভাবে ৬ রানে জিতে সিরিজ ১-১-এ বরাবর করে। গত রবিবার মোহালিতে তৃতীয় ম্যাচে ভারত ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে যায়।

সিরিজের শেষ দুটি ম্যাচ আয়োজিত হবে রাঁচি ও বিশাখাপত্তনমে যথাক্রমে আগামী ২৬ ও ২৯ তারিখ।

শেষ দুই একদিনের আর্ন্তজাতিক ম্যাচের জন্য ভারতের প্রাথমিক দলঃ রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, মনীশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, উমেশ যাদব, যশপ্রীত বুমরাহ, ধবল কুলকার্নি, জয়ন্ত যাদব এবং মনদীপ সিং।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *