"CT 2025 জিতবেই ভারত.." সেমিফাইনালের আগে রোহিতদের নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন লালচাঁদ রাজপুত 1

CT 2025: ভারতীয় দল ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে বর্তমানে অনেকটাই আত্মবিশ্বাসী। কিন্তু ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভক্তরা ‘মেন ইন ব্লু’-দের নিয়ে সব সময় চিন্তার মধ্যে থাকে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা ফলে ম্যাচে যেকোনো সময় রঙ পাল্টে যেতে পারে। এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) এই বছর রোহিত বাহিনীদের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে দৃঢ়ভাবে নিজের মতামত প্রকাশ করেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ লালচাঁদ রাজপুত (Lalchand Rajput)। তিনি ভারতীয় দলের আগ্রাসী মনোভাব নিয়েও ইতিবাচক মতামত প্রকাশ করেছেন।

“নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) জিতবে ভারত”-

"CT 2025 জিতবেই ভারত.." সেমিফাইনালের আগে রোহিতদের নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন লালচাঁদ রাজপুত 2
India Team | Image: Getty images

রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে গ্ৰুপ পর্বে পাকিস্তান এবং বাংলাদেশকে সহজে হারিয়ে দল ইতিমধ্যেই সেমিফাইনালে প্রবেশ করছে। ফলে এই বছর ট্রফি জয়ের স্বপ্ন সত্যি হতে চলেছে বলে মনে করছেন সমর্থকরা। এর মধ্যেই লালচাঁদ রাজপুতের (Lalchand Rajput) বক্তব্য ভক্তদের মনে সাহস জাগালো। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতীয় দলকে এখন ভয়ঙ্কর ও নিষ্ঠুর দেখাচ্ছে। তারা প্রতিটি ম্যাচে আধিপত্য বিস্তারের সঙ্গে সঙ্গে জয় তুলে নিতে চেষ্টা করছে। ম্যাচে প্রতিপক্ষকে খেলায় ফিরে আসার সুযোগ দিচ্ছে না। এই আগ্রাসী মনোভাবের জন্যই আমি মনে করি যে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা উচিত।” সেমিফাইনালে প্রবেশ করলেও লালচাঁদ (Lalchand Rajput) পরবর্তী নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে ম্যাচটিকেও গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করেছেন। তিনি বলেন, “দুটি খেলাই ভারত সহজে জিতেছে। কিন্তু ক্রিকেটে আগে থেকে কিছুই বলা যায় না। আমাদের নিউজিল্যান্ডকে হালকাভাবে নিলে হবে না। নিউজিল্যান্ড পাকিস্তান এবং বাংলাদেশের থেকে অনেক ভালো দল। ওরাও দুটি খেলায় জিতেছে ফলে মনোবল অনেকটাই বেশি।”

Read More: আইপিএলের আগে লক্ষ্মীলাভ MS ধোনি’র, ৬ কোটি টাকা পেলেন ক্রিকেট কিংবদন্তি !!

”বিরাটের পর শতরান পাবেন রোহিত”-

"CT 2025 জিতবেই ভারত.." সেমিফাইনালের আগে রোহিতদের নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন লালচাঁদ রাজপুত 3
Rohit Sharma | Image: Getty images

সাম্প্রতিক সময় ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) ছন্দে না থাকলেও পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে দুরন্ত শতরান করে আবার নিজেকে প্রমাণ করেছেন। এবার রোহিত শর্মার (Rohit Sharma) থেকেও শতরান আসার সম্ভাবনা নিয়ে লালচাঁদ রাজপুত (Lalchand Rajput)। নিজের মতামত প্রকাশ করলেন। তিনি বলেন, “বিরাট একটি শতরান পেয়েছেন। সমস্ত বক্সে টিক দেওয়া হয়ে গেছে। এবার রোহিত শর্মার (Rohit Sharma) থেকে বড়ো রান আসবে বলে আশা করা যায়। পুরো বিষয়টি তার ওপরই নির্ভর করছে। অন্যদিকে আমি মনে করি বিরাট (Virat Kohli) একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। ম্যাচে নিজের জাত চিনিয়েছেন। প্রমাণ করছেন বিরাট বড়ো ম্যাচের খেলোয়াড়।” উল্লেখ্য পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে কোহলি ১১১ বলে অপরাজিত শতরান করেন। অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২০ রান এবং বাংলাদেশের বিপক্ষে ৪১ রান এসেছে।

Also Read: IPL 2025: এই ৩ টি কারণেই আজিঙ্কা রাহানেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা উচিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *