ঠিক যেন ১৬ বছর আগের অ্যাকশন রিপ্লে। ২০০৭ সালে ছেলেদের ক্রিকেটের প্রথম টি-২০ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার মাটিতে জিতেছিলো ভারতীয় দল। আর দেড় দশকের অপেক্ষা শেষে আরও একবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে সর্বোচ্চ শৃঙ্গে উড়লো তেরঙ্গা পতাকা। সেই দক্ষিণ আফ্রিকার মাটিতেই কুড়ি-বিশের বিশ্বকাপ জিতলো ভারতের অনুর্দ্ধ-১৯ মেয়েদের দল। মাঝের এত গুলো বিরাট কোহলিরা পুরুষদের সিনিয়র ক্রিকেটে যা পারেন নি, পারেন নি মিথালী রাজ, ঝুলন গোস্বামীরা, সেটাই করে দেখালেন রিচা ঘোষ, শেফালী ভার্মা’রা। দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে শক্তিশালী ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে বিশ্বখেতাবের মুকুট মাথায় পরে নিলো ভারতের মেয়েরা। ‘গার্লস ইন ব্লু’র আক্রমণাত্মক বোলিং এর সামনে আজ দাঁড়াতেই পারলো না ইংল্যান্ড দল। মাত্র ৬৮ রানেই গুটিয়ে গিয়েছিলো তারা। জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ২০০৭-এ পুরুষদের টি-২০ বিশ্বকাপ জিতে বিশ্বক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও তাঁর সতীর্থরা, মেয়েদের অনুর্দ্ধ-১৯ টি-২০ বিশ্বকাপের প্রথম সংস্করণ জিতে নিয়ে সেই একই কৃতিত্ব দেখালেন তিতাস সাধু,সোনম যাদব’রা।
বাংলার মেয়ের বোলিং দাপটে নতজানু ইংল্যান্ড-

এই প্রতিযোগিতায় অন্যতম শক্তিশালী দল মনে করা হচ্ছিলো ইংল্যান্ড’কে। অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা জায়গা করে নিয়েছিলো টি-২০ বিশ্বকাপের ফাইনালে। আরও একবার মেয়েদের কোনো বিশ্বকাপ প্রতিযোগিতার ফাইনালে সম্মুখসমরে দেখা হওয়ার কথা ছিলো ভারত এবং ইংল্যান্ডের। এর আগে ২০১৭ সালের সিনিয়র একদিনের বিশ্বকাপ ফাইনালে লড়েছিলো দুই দল। বিশ্বখেতাব জয়ের খুব কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিলো স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), হরমনপ্রীত কৌরদের (Haarmanpreet Kaur)। দিদিদের বিশ্বকাপ হারানোর যন্ত্রণার ক্ষতে যেন কিছুটা প্রলেপ দিলেন ভারতের অনুর্দ্ধ-১৯ মেয়েরা। টসে জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ভারতের ক্যাপ্টেন শেফালী ভার্মা (Shafali Verma)। মাত্র ১ রানের মাথায় লিবার্টি হিপকে (Liberty Heap) হারিয়ে চাপে পড়েছিলো ইংল্যান্ড দল। আজ বাইশ গজে ঝড় বইয়ে দিলেন তিতাস সাধু (Titas Sadhu)। বাংলার মেয়ে তিতাসের পেসের সামনেই নতজানু হলো ইংল্যান্ডের ব্যাটিং। প্রথমে লিবার্টি’কে ফেরান তিনি। ফিরিয়ে দেন সেরেন স্মেল’কেও (Seren Smale)। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়েছেন তিনি। নিয়েছেন ২ উইকেট। বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন বাংলার তিতাস’ই (Titas Sadhu)। এছাড়া অর্চনা দেবো এবং পার্বষী চোপড়া ২টি করে উইকেট নেন। মন্নত কাশ্যপ (Mannat Kashyap), সোনম যাদব এবং শেফালি ভার্মা ১ টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শেফালী ভার্মা, শ্বেতা শেহরাওয়াত এবং গোঙ্গারি তৃষা’র উইকেট হারালেও ১৪ ওভারেই ম্যাচ জিতে নেন ভারতের মেয়েরা। তৈরি করেন ইতিহাস।
তেরঙ্গা হাতে উদযাপনে মাতলেন ভারতের মেয়েরা-

দীর্ঘদিন আইসিসি প্রতিযোগিতায় সর্বস্তরের ক্রিকেটে ঝুলি শূন্য থেকে যাচ্ছিলো ভারতের। সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে হারতে হচ্ছিলো ‘টিম ইন্ডিয়া’কে। দীর্ঘ অন্ধকার অধ্যায়ের পর আশার কিরণ নিয়ে এলো অনুর্দ্ধ-১৯ মেয়েদের দলের এই জয়। বিশ্বজয়ীদের তালিকায় নাম লিখিয়ে আবেগ বাঁধ ভেঙেছে ভারতের মেয়েদের। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ের শেষে গোটা দলকেই দেখা গেছে মাঠে নেমে জয় উদযাপন করতে। পচেস্ট্রুমের মাঠ ভরে গিয়েছে তেরঙ্গা পতাকায়। গোটা দল জাতীয় পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করে। আবেগের আতিশয্যে একে অন্যেকে জড়িয়ে ধরেন শেফালী ভার্মা (Shafali Verma), রিচা ঘোষ’রা (Richa Ghosh)। সমাজমাধ্যমে মেয়েদের এই জয়’কে প্রশ্ংসায় ভরিয়েছেন দেশের ক্রিকেটজনতা। ট্রফি জিতে মেয়েদের সেলিব্রেশনের ভিডিও এর মধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দেখে নিন সেলিব্রেশনের ভিডিও-
🏆The World Cup Win!
Absolutely gripping win in the final for our Girls in Blue 👌#U19T20WorldCup #INDvENG pic.twitter.com/oR2pv6WSDj
— Doordarshan Sports (@ddsportschannel) January 29, 2023