সেপ্টেম্বর মাসে দেখা যাবে ভারত-পাক দ্বৈরথ, তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হওয়ার সম্ভাবনা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের !! 1

ভারত বনাম পাকিস্তান, দুই প্রতিবেশী দেশ ক্রীড়ার ময়দানে যখনই একে অন্যের মুখোমুখি হয়, ছিটকে বেরোয় স্ফুলিঙ্গ। বিশেষ করে ক্রিকেতের ময়দানে একে অন্যকে ছেড়ে কথা বলে না দুই দেশই। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেনো, গ্যালারিতে তিলধারণের জায়গা থাকে না। গত অক্টোবর মাসে টি-২০ বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়েছিলো দুই দল। সুদূর অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেই ম্যাচ মাঠে বসে দেখেছিলেন ৯০২৯৩ জন দর্শক। বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং ‘মাস্টারক্লাসে’ অবিশ্বাস্য ভাবে পাক দলকে সেদিন হারিয়েছিলো ভারত।

দুই দেশের ক্রিকেট অনুরাগীরা পাকিস্তান বনাম ভারত ম্যাচের আশায় থাকলেও নিয়মিত একে অন্যের বিরুদ্ধে খেলে না দুই দেশ। বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় হয় না দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আয়োজিত প্রতিযোগিতাগুলিতেই কেবল মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। চলতি বছরে বিশ্ব ক্রিকেটের আঙিনায় ফিরতে চলেছে ভারত বনাম পাকিস্তান লড়াই। একবার নয়, কেবল সেপ্টেম্বর মাসেই তিনবার একে অন্যের বিরুদ্ধে মাঠে নামতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma), বাবর আজমরা (Babar Azam)। খবর সামনে আসার পরেই উদ্বেলিত ক্রিকেট অনুরাগী জনতা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দীর্ঘদিন বন্ধ রয়েছে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ-

ভারত-পাক | image: Twitter
India have not played any bilateral series against Pakistan in a long time

কূটনৈতিক কারণে নিয়মিত বাইশ গজে দেখা হওয়া বন্ধ হয়ে গিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। শেষবার ভারত পাকিস্তান গিয়েছিলো ২০০৮ সালের এশিয়া কাপ খেলতে। সেই বছর’ই ২৬শে নভেম্বর মুম্বই-এর তাজ হোটেল সহ বেশ কয়েকটি জায়গায় জঙ্গী নাশকতার পর আর পাকিস্তানের মাটিতে ভারত-পাক দ্বৈরথ দেখা যায় নি। ২০০৯ সালে ওয়াঘার অপারে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে ‘মেন ইন ব্লু।’ ২০১২ সালে পাক দল  শেষবার ভারতে এসেছিলো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। সেই শেষ। এরপর আর দ্বিপাক্ষিক সিরিজ হয় নি দুই দেশের মধ্যে। দেখা হয়েছে কেবল বিশ্বকাপ এবং এশিয়া কাপের মত প্রতিযোগিতায়।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

চলতি বছরে দেখা যেতে পারে ভারত বনাম পাকিস্তান-

ভারত-পাক | image: twitter
India and Pakistan can clash three times in the 2023 Asia Cup

২০২৩ সালে বসতে চলেছে এশিয়া কাপের আসর। সেই প্রতিযোগিতাতেই তিনবার একে অন্যের বিরুদ্ধে মাঠে নামতে পারে ভারত ও পাকিস্তান দল। ২০২৩-এর এশিয়া কাপে অংশ নেবে ছয় দল। ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। আরেকটি জায়গা আপাতত ফাঁকা রয়েছে তাদের গ্রুপে। যোগ্যতা নির্ধারণ পর্যায়ে শিকে ছিঁড়বে কোনো দলের ভাগ্যে। অপর গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। ১৩ দিনের প্রতিযোগিতায় ১৩টি ম্যাচ আয়োজিত হতে চলেছে। দুই গ্রুপের সেরা দুই দল শেষ চারে যাবে। সেরা চার দলের মধ্যে খেলা হবে রাউন্ড রবিন ফর্ম্যাটে। গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এছাড়া শেষ চারে জায়গা করে নিলে একে অপরের বিরুদ্ধে খেলতে হবে দুই দলকে। এরপর ফাইনালেও দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। অর্থাৎ এশিয়া কাপে তিনবার সম্মুখ সমরে নামতে হতে পারে কোহলি, বাবরদের।

আয়োজন নিয়ে ছিলো জটিলতা-

Babar and Rohit | ভারত-পাক | image: twitter
India will not travel to Pakistan to play Asia Cup 2023

এশিয়া কাপ আয়োজন নিয়ে গত কয়েক মাস ধরে চলছে জটিলতা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) ক্যালেন্ডার অনুযায়ী এই বছর এশিয়া কাপ আয়োজন করার কথা পাকিস্তানের। কিন্তু সুরক্ষার প্রশ্নে পাকিস্তান যেতে বেঁকে বসেছে ভারতীয় দল। বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) স্পষ্ট জানিয়েছেন পাকিস্তান নয়, বরং নিরপেক্ষ কোনো দেশে খেলতে আগ্রহী তারা। এই নিয়ে পাক বোর্ড বনাম ভারতীয় বোর্ড দ্বন্দ্ব চলেছে দীর্ঘদিন। পূর্বতন পাক বোর্ড প্রধান রামিজ রাজা (Ramiz Raja) ভারতে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিলেন। একই সুরে সুর মিলিয়েছেন বর্তমান প্রধান নাজম শেঠিও (Najam Sethi)।

সমস্যার সমাধানের জন্য বাহরিনে বৈঠকে বসেছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কোনো সমাধানসূত্র বেরোয় নি তখন। তবে জানা যাচ্ছে অনেক আলাপ আলোচনার পর এশিয়া কাপ আয়োজনে রফাসূত্র বের করতে পেরেছে ভারত এবং পাকিস্তান। ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত খবর অনুযায়ী এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে পাকিস্তান’ই থাকছে ২০২৩-এ। তবে ভারতকে পাকিস্তান যেতে হবে ম্যাচ খেলতে। ভারতের ম্যাচগুলি কোনো নিরপেক্ষ মাঠে হতে চলেছে। সেক্ষেত্রে ‘টিম ইন্ডিয়া’ যদি ফাইনালে ওঠে তাহলে ফাইনালটিও হবে পাকিস্তানের বাইরেই।

ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজন করতে চলেছে কোন দেশ? ক্রিকেটমহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বেশ কিছু নাম। দৌড়ে রয়েছে ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা। এমনকি ইংল্যান্ডের মাঠেও হতে পারে এই মহারণ। শেষমেশ কি সিদ্ধান্ত হয় তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *