IND vs WI: 'এমন আউট তো স্কুল ক্রিকেটাররা হয়', শুভমান গিলের রান আউটে ফুঁসছে টুইটার! দেখে নিন চিত্র 1

IND vs WI: শুক্রবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে নামে ভারত। ভার এই সিরিজে নেমেছে আত্মবিশ্বাসে চূড়োতে দসেই। ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজে ২-১ হারিয়ে এসেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে। স্বাভাবিকভাবে চাপে নিকোলাস পুরানরা। এ দিন, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা ভালোই করেন শিখর ধাওয়ান ও শুভমান গিল। এদিন ৬৪ রান করে আউট হন গিল।

১৮তম ওভারের চতুর্থ বলে শুভমান গিল আউট হওয়ায় প্রথম ধাক্কাটা খায় ভারত। ৬৪ রান করে রান আউট হন গিল। নিকোলাস পুরানের দুর্দান্ত থ্রোতে রানআউট হন তিনি। গিল বলটি লেগ সাইডের দিকে ঠেলে দেন এবং ধাওয়ানকে রানের জন্য ডাকেন। ধাওয়ান অন্য প্রান্তে পৌঁছলেও গিল নিজে পৌঁছতে পারেননি। তিনি খুব ধীর গতিতে দৌড়াচ্ছিলেন। এর খেসারত তাকেই বইতে হয়েছে। টিম ইন্ডিয়ার স্কোর ১৮ ওভারে এক উইকেটে ১২০ রান। ধাওয়ান তখন ক্রিজে অপরাজিত ছিলেন ৫১ রানে। গিলের এই আউটে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় টুইটারে।

দেখে নিন চুইট চিত্র

 

Leave a comment

Your email address will not be published.