IND vs WI: দুর্দান্ত শুরু করেও হঠাৎই খেই হারালেন ধাওয়ান, ছুঁড়ে দিয়ে এলেন নিজের উইকেটও !! দেখুন ভিডিও 1

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার এই দুই দল মুখোমুখি হয়েছে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালের মাঠে। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচটি জিতে নিতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে তারা। এর আগে ক্যারিবিয়ান মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে কখনও হোয়াইটওয়াশ করতে পারেনি। সেক্ষেত্রে, দেখতে গেলে এই মুহুর্তে ইতিহাসের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। ভারত ২০০৬ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোন সিরিজ হারেনি। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচটি জিতে নিতে বদ্ধপরিকর ওয়েস্টইন্ডিজ।

এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেন করতে নেমে শুরুটা ভালোই করেন শিখর ধাওয়ান ও শুভমান গিল। গত ম্যাচে রান পাননি শিখর ধাওয়ান। এই ম্যাচে অবশ্য ৭৪ বলে ৫৮ রানের ইনিংস খেলে যান তিনি। তার ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি। তবে যেভাবে হেইডেন ওয়ালসের নির্বিষ বোলিংয়ের সামনে নিজের উইকেটটি ছুঁড়ে দিলে এলেন, তা অবশ্যই গ্রহণযোগ্য নয়।

দেখে নিন তার আউটের ভিডিও:

Leave a comment

Your email address will not be published.