IND vs WI: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ চলছে পোর্ট অফ স্পেনে। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ’র মতো খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে উইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে টিম ইন্ডিয়াতে ফিরবেন রোহিত ও পান্ডিয়া। এই অবস্থায় টিম ইন্ডিয়াকে জেতানো ধাওয়ানের দায়িত্ব হবে। এই সিরিজের মাধ্যমে খেলোয়াড়রা আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করবে। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ।
প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ভারতের হয়ে ওপেন করতে নেমে ৯৭ রানের ইনিংস খেলে যান ধাওয়ান। ধাওয়ান তার ইনিংসে ৯৯ বল খেলে ১৩টি বাউন্ডারি মেরেছিলেন। এর মধ্যে ছিল ১০টি চার ও তিনটি ছক্কা। প্রথম উইকেটে শুভমান গিলের সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন ধাওয়ান। ৬৪ রান করে আউট হন শুভমান। একই সঙ্গে শ্রেয়াস খেলেন ৫৪ রানের ইনিংস। তবে তিন রানের জন্য এ দিন শতরান মিস করলেন তিনি।
দেখে নিন ধাওয়ানের আউটের ভিডিও:
Superhuman catch from #ShamarhBrooks, and @SDhawan25 goes for 97. Breaking hearts can be heard everywhere.
Watch the India tour of West Indies LIVE, exclusively on #FanCode 👉https://t.co/RCdQk12YsM@windiescricket @BCCI#WIvIND #INDvsWIonFanCode pic.twitter.com/4tgrGyte8E
— FanCode (@FanCode) July 22, 2022