IND vs SL: তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে গতকাল মাঠে নেমেছিলো ভারতীয় দল। গুয়াহাটি ও কলকাতায় প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ আগেই জিতে নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ গতকাল হাতছানি ছিলো প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করার। দাপটের সাথে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের স্রেফ উড়িয়ে দিয়েই তা সম্পন্ন করলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে শ্রীলঙ্কাকে গোটা ম্যাচে একবারও মাথা তুলতেই দিলো না ভারত। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুভমান গিলের (Shubman Gill) সাথে ওপেন করতে এসে ভারতকে মজবুত ভিতের ওপর দাঁড় করালেন ‘হিটম্যান।’ সেই ভিতের ওপর রানের ইমারত গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। রান খরা কাটিয়ে আরও একবার ক্ষুধার্ত লাগছে ‘কিং কোহলি’কে। চট্টগ্রাম, গুয়াহাটির পর শেষ ৪ একদিনের ইনিংসে তৃতীয় শতরানটি বিরাট করলেন তিরুঅনন্তপুরমে। চার-ছক্কার বৃষ্টিতে জিতে নিলেন দর্শকদের মন। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেন নি এক তরুণ বিরাট ভক্ত। প্রিয় ক্রিকেটারকে ছুঁয়ে দেখতে রেলিং টপকে ঢুকে পড়েন মাঠে। ভক্তকে ফেরান নি বিরাটও।
দুরন্ত শতরানে বিরাট বোঝালেন তিনিই সেরা-

২০১৯ সালের পর প্রায় ৩ বছর শতরানের জন্য অপেক্ষা করতে হয়েছিলো কোহলিকে (Virat Kohli)। ২০২২ এর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে অবশেষে ঘটে শাপমুক্তি। ৭০ থেকে ৭১তম আন্তর্জাতিক শতরান করতে অপেক্ষা করতে হয়েছিলো ৩ বছর। আর ৭০ থেকে ৮০’র দূরত্ব পৌঁছাতে সম্ভবত ৩ মাসও অপেক্ষা করতে রাজী নন বিরাট। ২০২২ এর শেষ একদিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন শতরান। নয়া বছরের প্রথম ম্যাচে গুয়াহাটিতে এসেছিলো আরও একটি। ইডেনে দ্বিতীয় ম্যাচে শান্ত থাকার পর গ্রিনফিল্ড স্টেডিয়ামে আরও একবার গর্জন শোনা গেলো বিরাটের (VIrat Kohli) ব্যাটের। ইনিংসের গোড়া থেকেই আগ্রাসী বিরাট (VIrat Kohli) মনে করালেন ২০১৬ বা ২০১৮ সালের ‘কিং কোহলি’কে। যিনি মাঠে নামা মানেই চার-ছক্কার বন্যা, একের পর এক শতরান। ১৫০.৯১এর স্ট্রাইক রেট, ১৩ টি চার আর সাথে ৮টি ছক্কা, কোহলির ১১০ বলে ১৬৬* ইনিংসটি নানা দিক থেকেই অনন্য। সাধারণত ছক্কার ওপর নির্ভর করেন না তিনি। পছন্দ করেন এক বা দুই রানের সাহায্যে স্কোরবোর্ড চালু রাখতে। আজ উলটোপথে গিয়ে লম্বা লম্বা ছক্কা দেখা গেলো তাঁর ব্যাটে। কেরিয়ারে এক ইনিংসে সর্বোচ্চ ৮ টি ছক্কা মারলেন তিনি। করলেন ৪৬তম ODI শতরান, ৭৪তম আন্তর্জাতিক শতরান। বিশ্বকাপের বছরে বিরাটের পুরনো ছন্দে প্রত্যাবর্তন নিঃসন্দেহে স্বস্তি দেবে ভারতীয় দলকে।
কোহলির সাথে পোজ দিলেন ফ্যান, ক্যামেরা হাতে সূর্য-

যিনি রাঁধেন, তিনি চুল বাঁধেন, এমনটা শোনা যায়। তবে যিনি মাঠের চার ধারে চার-ছক্কা মারেন, তিনি ক্যামেরা হাতেও যে সমান সাবলীল সে দৃশ্য দেখা গেলো গতকাল তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বিরাটের (Virat Kohli) অসামান্য ইনিংসের সুবাদে ৩৯০ তুলেছিলো ভারত। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে গেলো মাত্র ৭৩ রানে। ৩১৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত। ঘটনা অবশ্য শ্রীলঙ্কার ব্যাটিং চলার সময়ের। প্রিয় ক্রিকেটারকে সামনে থেকে দেখার, একবার তাঁর হাতটা ছোঁয়ার লোভ সামলাতে পারেন নি গ্যালারিতে থাকা এক তরুণ সমর্থক। মাঠের রেলিং টপকে, নিরাপত্তারক্ষীদের কড়া নজর এড়িয়ে একদম বিরাটের সামনে এসে পড়েন তিনি। প্রিয় খেলোয়াড়ের পা ছুঁতে চান। তাকে থামাতে উদ্যত হন বিরাট (Virat Kohli) স্বয়ং। ভক্তের আবদার, একখানি ছবি তিনি তুলতে চান বিরাটের সঙ্গে। তারকাসুলভ আচরণ করে যুবককে সরিয়ে দেন নি কোহলি। বরং হাসিমুখে পোজ দিলেন তার সাথে। ছবি তুলবে কে? জিজ্ঞাসু চোখে যখন ইতিউতি চাইছেন তরুণ, এগিয়ে এলেন সূর্যকুমার যাদবই (Surayakumar Yadav)। গত ম্যাচে সুযোগ পেলেও বিশেষ রান পান নি সূর্য। তবুও বিরক্তি নেই টি-২০ তে বিশ্বের সেরা ব্যাটারের। যুবকের থেকে মোবাইল চেয়ে নিয়ে ছবি তুলে দেন তিনি। ভক্তের সাথে কোহলি এবং সূর্যকুমারের (Suryakumar Yadav) নম্র ব্যবহার বেশ মনে ধরেছে সমর্থকদের। তারকা হয়েও যাঁরা এইভাবে পা মাটিতে রেখে চলেন তাঁদেরকেই আদর্শ মানা যায়, জানাচ্ছেন অনুরাগীরা।
দেখে নিন গোটা ঘটনার ভিডিও-
— Rahil Sayed (@RahilSa79122772) January 16, 2023