IND vs SL: “ওর মত প্রতিভা দুষ্প্রাপ্য…” শ্রীলঙ্কা সিরিজ জিতে অধিনায়ক রোহিত শর্মা প্রশংসায় ভরালেন সতীর্থ খেলোয়াড়কে !! 1

IND vs SL: ক্রিকেটের বাইশ গজে প্রত্যাবর্তনটা সুখেরই হলো ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। বাংলাদেশের বিরুদ্ধে মেহদী হাসান আর মীরপুর জুটির কাছে হার মানতে হয়েছিলো ‘টিম ইন্ডিয়া’কে। দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং-এর সময় ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। খেলেন নি টেস্ট সিরিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও থাকতে পারেন নি দলের সঙ্গে। বিশ্বকাপের বছরে গুয়াহাটিতে শানাকা (Dasun Shanaka), হাসারাঙ্গাদের বিরুদ্ধে একদিনের ম্যাচ দিয়েই কামব্যাক করেন তিনি। ব্যাট হাতে রান পেয়েছেন রোহিত (Rohit Sharma)। গুয়াহাটির ম্যাচে ৮৩ করেছিলেন। আজও করলেন ৪২ রান। ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন ‘হিটম্যান।’ পাশাপাশি তাঁর দলের পারফর্ম্যান্সও নিশ্চয়ই খুশি করবে রোহিতকে। প্রথম ম্যাচে সহজ ৬৭ রানের ব্যবধানে জয়, দ্বিতীয় ম্যাচে কঠিন পরিস্থিতিতেও স্নায়ুর চাপ ধরে রেখে ৪ উইকেট জয় পেয়ে আগেই সিরিজ পকেটে পুরে ফেলেছিলো ‘মেন ইন ব্লু।’ আর আজ উপমহাদেশীয় প্রতিপক্ষকে ভারত হারালো ৩১৭ রানে। রেকর্ড ব্যবধানে এই জয়ের দিনে ভারত অধিনায়ক কৃতিত্ব দিচ্ছেন দলের প্রত্যেক সদস্যকে। এখনই অবশ্য উচ্ছ্বাসে ভাসতে চান না সাবধানী রোহিত (Rohit Sharma)। আগামীর জন্য দলকে সতর্ক থাকতেও বললেন তিনি।

সিরিজ জিতে সিরাজকে শুভেচ্ছায় ভরালেন রোহিত-

IND vs SL | image: twitter
Indian captain Rohit Sharma has praised Mohammed Siraj for his excellent performance against Sri Lanka

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে দারুণভাবে বছরটা শুরু করেছে ভারতীয় দল। রানে ফিরেছেন নিজে। রান করেছেন ,শুভমান গিল (Shubman Gill)। দলের সেরা অস্ত্র বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে এসেছে জোড়া শতরান। সব মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের পর সুখী সংসার রোহিতের ‘টিম ইন্ডিয়া।’ দলের সবাইকে জয়ের কারিগর মনে করছেন অধিনায়ক। তবে বিশেষ করে বললেন হায়দ্রাবাদের তরুণ পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) কথা। বিশ্বকাপের বছরে দারুণ সূচনার পর ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ম্যাচ শেষে জানালেন বিশদে। জয়ের বিশ্লেষণ করতে বসে রোহিত জানান, “আমাদের জন্য এটা একটা দুর্দান্ত সিরিজ ছিলো। অনেক কিছু ইতিবাচক ব্যাপার পেয়েছি আমরা। আমরা যখন প্রয়োজন উইকেট তুলে নিতে পারেছি। ব্যাটারদের রানের মধ্যে ফিরতে দেখাও একটা দুর্দান্ত ব্যাপার।” সিরাজের (Mohammed Siraj) বোলিং প্রসঙ্গে ‘হিটম্যান’ জানান, “ও (সিরাজ) যেভাবে বল করছে তাতে আমি খুবই খুশি।” তরুণ পেসারের বোলিং-এর সময় স্লিপ ফিল্ডার রাখার বিষয়ে বলে, “যেভাবে ও বল করেছে, স্লিপ রাখতেই হত। ওর মত প্রতিভা দুষ্প্রাপ্য। গত কয়েক বছরে সিরাজ যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরেছে তা ভারতীয় ক্রিকেটের জন্য একটা দারুণ ব্যাপার।” ৫ উইকেট পাওয়ার একদম কাছ থেকে আজ ফিরতে হয়েছে সিরাজকে। তরুণ সতীর্থকে হাল ছাড়তে বারণ করছেন অধিনায়ক। বলেন, “আমরা চেষ্টা করেছিলাম যাতে ও পঞ্চম উইকেটটা পায়। দুর্ভাগ্যজনকভাবে আসে নি সেটা। কিন্তু চার উইকেট নেওয়ার দারুণ ব্যাপার। ফাইফারও জলদি আসবে। ও যে বোলিং-এ নতুন নতুন অস্ত্র যোগ করছে আজকাল পারফর্ম্যান্স দেখলেই বোঝা যায়।”

Team India | image: twitter
Captain Rohit Sharma wants his team to shift their focus from the Sri Lanka series to the next series against New Zealand

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে খুশি হলেও ইতিমধ্যেই আগামী সিরিজ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন রোহিত (Rohit Sharma)। পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে সাবধানী তিনি। বলেন, “দ্রুত আমরা ড্রয়িং বোর্ডে ফিরে যাবো পরবর্তী সিরিজের জন্য। পিচ কেমন তা দেখবো, তারপর ভাববো কারা সুযোগ পাবে প্রথম একাদশে। নিউজিল্যান্ড পাকিস্তানের সাথে সিরিজ জিতে ভারতে আসছে। আমাদের কাছে কাজটা মোটেই সহজ হবে না।”

 

Read More: TOP 3: অফ ফর্মে থেকেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে রইলেন এই ৩ ক্রিকেটার ! WTC স্বপ্ন ভাঙতে পারে ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *