IND vs SL: শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে ৩-০ ফলে হারিয়ে দারুণভাবে বছরটা শুরু করলো ভারত। গুয়াহাটিতে ৬৭ রানে জয় ছিনিয়ে নিয়ে পথচলা শুরু করেছিলো রোহতবাহিনী। কলকাতার ইডেন গার্ডেন্সে খানিক লড়াই হলেও শেষমেশ ৪ উইকেটে জয় পাত ভারত। আর আজ তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচে ৩১৭ রানের বিশাল ব্যবধানে জয় পেলো ভারত। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়। রেকর্ড ভাঙার দিনে আরও একবার খবরের শিরোনামে বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৯ এর পর থেকে একটানা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। শতরানের জন্য অপেক্ষা করতে হয়েছে তিন বছরেরও বেশী সময়। অন্ধকার সময়টা কাটিয়ে যে আলোয় ফেরার পথে রয়েছেন তিনি তার ইঙ্গিত দিয়েছিলেন গত বছরের টি-২০ বিশ্বকাপে। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে করেছিলেন শতরান। আর শ্রীলঙ্কা সিরিজে এসে বোঝালেন ক্রিকেটের আঙিনায় ‘কিং কোহলি’ ফিরেছেন নিজের সেরা ছন্দে। এশিয়া কাপ চ্যাম্পিয়নদের ‘হোয়াইটওয়াশ’ করার পিছনে অন্যতম ভূমিকা নিয়েছেন বিরাট (Virat Kohli)। প্রথম ম্যাচে ১১৩ করেছিলেন। আর আজ ১৩ চার, ৮ ছক্কায় সাজিয়ে খেললেন ১৬৬* রানের ইনিংস। আজকের ম্যাচের সেরা তিনিই। একই সাথে সিরিজের সেরা খেলোয়াড় বাছতে বসেও তাঁর নাম ছাড়া আর কাউকে ভাবা যায় নি। বিশ্বকাপের বছরে সেরা ছন্দে ফিরে তৃপ্ত নায়ক জানালেন নিজের অনুভূতি।
“ব্যাটিং উপভোগ করছি…”, জানাচ্ছেন বিরাট কোহলি-

একদিনের ক্রিকেটের আঙিনায় নিজেকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠা করার পথে আরও একধাপ এগোলেন বিরাট কোহলি (Virat Kohli)। আজকের শতরান নিয়ে ODI-তে ৪৬তম শতক হলো তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪তম। একদিনের খেলায় শচীন তেন্ডুলকরের রেকর্ডের থেকে মাত্র ৩ ধাপ দূরে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দুই কিংবদন্তীর শতরানের ব্যবধান ২৬। যে গতিতে এগোচ্ছেন বিরাট (Virat Kohli), কোনো রেকর্ডই যে সুরক্ষিত না তা বলাই যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ এবং সিরিজের সেরা খেলোয়াড় হয়ে নিজের আগ্রাসী মানসিকতাকেই সাফল্যের চাবিকাঠি বলে জানালেন বিরাট। সাক্ষাৎকারে ‘কিং কোহলি’ বলেন, “আমি যে পুরষ্কার জিতেছি কোনো ধারণাই ছিলো না। পুরষ্কার জয় কেবলমাত্র ইতিবাচক পরিকল্পনা, মানসিকতার ফসল। মাঠে নেমে দলকে জেতাবো,যতক্ষণ সম্ভব ব্যাট করব, সবসময় এই মানসিকতা নিয়েই আমি মাঠে নামি।” ক্রিকেট থেকে বেশ কিছুদিনের বিরতি নেওয়াতে মানসিকভাবে অনেক তরতাজা হয়ে ফিরেছেন বলে জানিয়েছেন বিরাট (Virat Kohli)। বলেন, “বিরতির পর ফিরে মানসিকভাবে একটা ভালো জায়গায় রয়েছি। কোনো মাইলস্টোন ছোঁয়ার কোনো বাধ্যবাধকতা আমার নেই। আমি ব্যাটিং উপভোগ করছি।” আজকের ইনিংসকে কি করে ব্যাখ্যা করবেন প্রাক্তন ভারত অধিনায়ক? প্রশ্নের উত্তরে তিনি জানান, “আজকেও আমি ব্যাট করতে নেমে খোলা মনেই খেলেছি। মানসিকভাবে আমি এখন একটা দুর্দান্ত জায়গায় রয়েছি। আর এভাবেই থাকতে চাই।”
বিশ্বকাপই পাখির চোখ, সিরাজের প্রশংসা করলেন কোহলি-

চলতি বছর দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। ২০১১ সালে মুম্বইতে বিশ্বখেতাব জিতেছিলো ভারত। ১২ বছর পর ট্রফি দেশে ফেরাতে মরিয়া বিরাট, রোহিত, রাহুলরা। তার আগে প্রস্তুতি হিসেবেই শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া সিরিজগুলোকে দেখছে ভারতীয় দল। উপমহাদেশীয় প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে প্রস্তুতির শুরুটা যে দারুণভাবে হয়েছে তা জানেন বিরাট (Virat Kohli)। বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে দলের বোলারদের প্রশংসা শোনা গেলো সিরিজ সেরা খেলোয়াড়ের মুখে। আজ ৩২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। হায়দ্রাবাদের পেসারকে শুভেচ্ছায় ভরিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বলেছেন, “(মহম্মদ) শামি তো দীর্ঘদিন আমাদের হয়ে দারুণ প্রদর্শন করছে। তবে সিরাজ যেভাবে নিজেকে মেলে ধরেছে তা অবিশ্বাস্য। পাওয়ারপ্লে’তে উইকেট তোলায় আমরা মুশকিলে পড়তাম ও সেই পাওয়ারপ্লে’তে সবচেয়ে বেশী উইকেট নিয়েছে। ব্যাটারদের ও সবসময় চিন্তায় রাখে, বিশ্বকাপে নামার আগে এটা আমাদের জন্য একটা দারুণ ব্যাপার।”
Read More: IND vs SL: দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন মহম্মদ সিরাজ ! দুরন্ত থ্রোয়ে ফিরিয়ে দিলেন করুণারত্নেকে !!