IND vs SL; “আমাদের সাফল্যের নেপথ্য নায়ক তোমরাই…” সিরিজ জিতিয়ে একান্ত আলাপচারিতায় মাতলেন বিরাট-শুভমান !! 1

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম একদিনের সিরিজ জিতে নিয়ে দুর্দান্ত ভাবে ২০২৩ কে স্বাগত জানিয়েছে ভারতীয় দল। গুয়াহাটিতে প্রথম ম্যাচে ভারত জিতেছিলো ৬৭ রানে। কলকাতায় দ্বিতীয় ম্যাচে খানিক চ্যালেঞ্জের মুখে পড়লেও শেষমেশ স্নায়ুর চাপ ধরে ৪ উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। আর গতকাল তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রতিপক্ষকে রীতিমত দুরমুশ করে সিরিজে শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ করলো রোহিত শর্মা অ্যান্ড কোং। চলতি বছরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। তার আগে এই সিরিজ জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে ভারতীয় দলকে। রানের মধ্যে ফেরার ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। রানের মধ্যে রয়েছেন আরেক ওপেনার শুভমান গিলও (Shubman Gill)। গতকাল কেরিয়ারের দ্বিতীয় একদিনের শতরান এলো তাঁর ব্যাট থেকে। ভারতকে আত্মবিশ্বাস যোগাবে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম’ও। দীর্ঘ রান খরা কাটিয়ে সিরিজে জোড়া সেঞ্চুরি করলেন তিনি। গতকাল ম্যাচ জিতে দুই সেঞ্চুরিয়ন শুভমান এবং বিরাট মেতেছিলেন ব্যক্তিগত আলাপচারিতায়। সেখানেই নিজের সাফল্যের জন্য দলের সাপোর্ট স্টাফদের কৃতজ্ঞতা জানাতে শোনা গেলো দু’জনকেই।

শতরানের নেপথ্য নায়কদের কথা জানালেন শুভমান-কোহলি-

IND vs SL | image: twitter
Shubman Gill and Virat Kohli scored centuries against Sri Lanka at Thiruvananthapuram

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমত তান্ডব চালালেন ভারতের ব্যাটসম্যানেরা। প্রথমে দুর্দান্তভাবে ইনিংসের সূচনা করেন রোহিত শর্মা এবং শুভমান গিল। প্রথম একদিনের ম্যাচে ১৪০ রান যোগ করার পর তৃতীয় ম্যাচেও ৯৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন দুজনে। অধিনায়ক রোহিত ফেরার পরেও নিজের অনবদ্য ফর্ম ধরে রাখলেন শুভমান (Shubman Gill)। শ্রীলঙ্কান বোলারদের যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করে কেরিয়ারের দ্বিতীয় ODI  শতরান করলেন তিনি। ৯৭ বলে করলেন ১১৬ রান এলো শুভমানে ব্যাটে। আর তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে কেরিয়ারের ৪৬তম একদিনের আন্তর্জাতিক শতরান করলেন বিরাট (Virat Kohli)। পাওয়ার হিটিং আর ধ্রুপদী ব্যাটিং-এর দারুণ মেলবন্ধন দেখালেন তিনি। ১১০ বলে ১৬৬* করেন তিনি। সিরিজে দ্বিতীয় আর শেষ চার ইনিংসে তৃতীয় শতরান এলো তাঁর ব্যাটে। ম্যাচের শেষে সাফল্যের জন্য থ্রো-ডাউন স্পেশ্যালিস্টদের কৃতিত্ব দিলেন দুই সেঞ্চুরিয়ন।

“চিনে রাখুন এই মুখগুলো…” সবিনয়ে জানাচ্ছেন কৃতজ্ঞ কোহলি-

Gill and Kohli | image: twitter
Shubman Gill and Virat Kohli thanked the throwdown specialists for their success

মাইক হাতে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শুভমান। বিরাট (Virat Kohli) বলেন, “রঘু’কে তো আপনারা সকলেই চেনেন। ওর কথা অনেকবার বলেছি। নুয়ান (সেনেভিরত্নে) যদিও শ্রীলঙ্কার, তবে ও এখন অনেক বেশী ভারতীয়। আমাদের সঙ্গে অনেকদিন রয়েছে। ” মজা করে শুভমানকে (Shubman Gill) বলতে শোনা যায়, “যখন শ্রীলঙ্কা আমাদের বিরুদ্ধে খেলে তখন নুয়ান আমাদের ভিতরের খবরগুলো দেয়।” তৃতীয় থ্রো-ডাউন স্পেশ্যালিস্ট দয়ানন্দ গরানির সাথেও সমর্থকদের পরিচয় করিয়ে দেন বিরাট (Virat Kohli)। জানান, “দয়া আমাদের সঙ্গে রয়েছে গত দুই বছর। আমি মনে করি এই তিনজনই আমাদের প্রতিদিন বিশ্বমানের অনুশীলন করার সুবিধা করে দেন। মাঠে যেভাবে কোনো ১৪৫ বা ১৫০ কিলোমিটার গতির বোলার আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলে, ঠিক তেমনই নেটেও এই তিনজন আমাদের চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে। সবসময় আমাদের আউট করতে চায়, চেষ্টা করে যাতে আমরা প্রতিনিয়ত পরীক্ষিত হই। আমার কেরিয়ারে তফাৎ গড়ে দিয়েছে এই অনুশীলন।” সমর্থকদের উদ্দেশ্যে জানান, “আপনাদের উচিৎ এই মুখগুলো চিনে রাখা কারণ আমাদের সাফল্যের পিছনে ওদের অনেক পরিশ্রম রয়েছে। তাই আজ ওদের ধন্যবাদ জানাতে চাই।” সিনিয়র সতীর্থের সাথে একমত হয়েছেন শুভমানও  (Shubman Gill)। মজা করে বলেন, “এই তিনজন মোট হয়ত ১২০০ থেকে ১৫০০ উইকেট নিয়েছে। ওরা আমাদের জন্য কঠিন পরিশ্রম করে। আমাদের যে কোনো উইকেট, কন্ডিশনে খেলার জন্য প্রস্তুত করে তোলে। ম্যাচে নামার আগে ওদের সাথে অনুশীলন করে আমরা আত্মবিশ্বাস পাই যে কোনো পরিস্থিতিতে সাফল্য পাওয়ার।”

দেখে নিন সেই আলাপচারিতার ভিডিও-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *