IND vs SL: “যথেষ্ট রান করতে পারি নি…” ম্যাচ হেরে আরও একবার দলের ব্যাটিং-কে দুষলেন দাসুন শানাকা !! 1

IND vs SL: টি-২০ সিরিজে হার জুটেছিলো শ্রীলঙ্কার। একদিনের সিরিজেও বদলালো না ছবিটা। ইডেন গার্ডেন্সে ৪ উইকেটে হেরে ODI  সিরিজ জেতার স্বপ্ন চুরমার হলো দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের। ভারতের মাটিতে আরও একবার সিরিজ জেতা হলো না শ্রীলঙ্কার। গত ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে হারতে হয়েছিলো তাদের। আজকেও টস জেতার পর সিদ্ধান্ত বদলেছিলেন শানাকা। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন। ইডেনে হওয়া শেষ ৬ টি ম্যাচের ৬টিতেই প্রথমে ব্যাট করা দল জিতেছিলো। একই পথে হাঁটতে চেয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়কও। কিন্তু হতাশ হতে হলো তাঁকে। বোলাররা লড়াই করলেও মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই আজও হেরেই মাঠ ছাড়তে হলো তাঁর দলকে। অভিষেককারী নুয়ানিদু (Nuwanidu Fernando) অর্ধশতক করলেও মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের (Kuldeep Yadav) দাপটে ২১৫ রানের বেশী এগোতে পারে নি শ্রীলঙ্কা। ৪ উইকেট বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বারবার কাছাকাছি এসেও কেনো হারতে হচ্ছে? ম্যাচ শেষে নিজের মুখেই জানালেন দাসুন শানাকা (Dasun Shanaka)।

ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে, জানাচ্ছেন শানাকা-

IND vs SL | image: Twitter
Sri Lanka captain Dasun Shanaka blamed the team’s batting for poor result against India

চলতি সফরে বারবার কাছাকাছি এসেও হারতে হচ্ছে শ্রীলঙ্কাকে। হতাশার সুর স্পষ্ট লঙ্কা অধিনায়ল শানাকার (Dasun Shanaka) গলায়। ম্যাচ হারের জন্য আজ দলের ব্যাটীঙ-কে দায়ী করলেন তিনি। গত বেশ কয়েকটি ম্যাচ রান পেয়েছিলেন তিনি। আজ শান্ত রইলো তাঁর ব্যাটও। ম্যাচ হারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, “স্কোরবোর্ডে যথেষ্ঠ রান ছিলো না আমাদের। শুরুটা ভালো হয়েছিলো, কিন্তু বেশ কিছু উইকেট হারালাম দ্রুত। ইনিংসের শুরুতে পিচ দেখে মনে হয়েছিলো যে পাটা পিচ এটা। ৩০০’র বেশী রান উঠবে, কিন্তু কুলদীপ দুর্দান্ত বল করেছে মাঝের ওভারগুলোয়। ব্যাটারতদের ব্যর্থতা একটা বড় চিন্তার বিষয় আমাদের কাছে।” শুরুর দিকে পরপর উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছিলো শ্রীলঙ্কা। জয়ের আশা কি দেখেছিলো শ্রীলঙ্কা দল? উত্তরে শানাকা (Dasun Shanaka) জানান, “জয়ের সুযোগ আমাদের কাছে এসেছিলো। পিচে পড়ে বল ভালোই নড়াচড়া করছিলো। আমি বোলারদের কেবল বলেছিলাম বলিং-এর প্রাথমিক বিষয়গুলোতে নজর দিতে।” সুযোগ থাকলেও জয় অবশ্য আসে নি। তিরুবনন্তপুরমে নিয়মরক্ষার ম্যাচ জিতে দেশে ফেরাই এখন লক্ষ্য শ্রীলঙ্কার।

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *