IND vs SL: টি-২০ সিরিজ হারের বদলা একদিনের ম্যাচে নিতে মরিয়া শ্রীলঙ্কা ! ম্যাচ জিততে বোলিং অস্ত্রে শান দিচ্ছেন অধিনায়ক শানাকা !! 1

IND vs SL: দুর্দান্ত লড়াই দেখা গিয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ সিরিজে। একদিকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ ভারতীয় দল আর অন্যদিনে শ্রীলঙ্কার এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল। উপমহাদেশীয় ক্রিকেটের দুই মহাশক্তির লড়াইতে বারবার ঠিকরে বেড়িয়েছে স্ফুলিঙ্গ। প্রথম ম্যাচে দেখা গিয়েছিলো লাস্ট বল থ্রিলার। শেষ অব্দি ২ রানে জিতেছিলো ভারত। দ্বিতীয় ম্যাচে লঙ্কা অধিনায়ক শানাকার (Dasun Shanaka) দুরন্ত অলরাউন্ড পারফর্ম্যান্সে ১৬ রানে জেতে অতিথি দল। তৃতীয় ম্যাচে সূর্যকুমার (Suryakumar Yadav) ঝড়ে ছিন্নভিন্ন হয়ে যায় শ্রীলঙ্কার বোলিং প্রতিরোধ। ভারতের ২২৮ রানের কোনো জবাব ছিলো না অতিথি দেশের কাছে। ৯১ রানে ম্যাচ হারে তারা। ম্যাচ শেষে শ্রীলঙ্কান বোলিং-এর খামতির কথা স্বীকার করেছিলেন অধিনায়ক। একদিনের ম্যাচে যে নিজেও নিয়মিত হাত ঘোরাবেন তাও ঘোষণা করেছিলেন। গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দলে ফিরছেন কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মত একঝাঁক তাড়োকা। কঠিন লড়াই জিততে তাই বোলিং-এ উন্নতির দিকেই হাঁটতে হবে শ্রীলঙ্কাকে।

IND vs SL সময়সূচী-

প্রথম ODI ম্যাচ

স্থান- বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি

তারিখ- ১০ জানুয়ারী, ২০২৩

সময়- দুপুর ১:৩০ (ভারতীয় সময়)

Barsapara Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Barsapara Stadium | image: twitter
Guwahati’s Barsapara Stadium is all set to host the first ODI between India and Sri Lanka

২০১২ সালে তৈরি হওয়া এই স্টেডিয়ামের পিচে বল পড়ে খানিক থেমে ব্যাটে আসে। সেই কারণেই স্পিনাররা মূলত সাহায্য পেয়ে থাকেন। তবে ক্রিজে থিতু হয়ে ব্যাটিং করলে ব্যাটারদের জন্যও যথেষ্ঠ সাহায্য থাকে পিচ থেকে। ব্যাট ও বলের মধ্যে মোটামুটি তুল্যমূল্য প্রতিযোগিতাই আশা করা যায় গুয়াহাটির মাঠে। প্রথম ইনিংসের গড় স্কোর এখানে ২৫০ রানের আশাপাশে ঘোরাফেরা করে। শিশিরের সমস্যা থাকায় টস জয়ী অধিনায়ক এই মাঠে রান তাড়া করেই ম্যাচ জিতে নিতে চাইবেন।

Guwahati Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Guwahati weather | image: twitter
The weather at Guwahati on matchday is going to be pleasant

গুয়াহাটির মাঠে খেলা হবে প্রথম একদিনের ম্যাচটি। ম্যাচের দিন অর্থাৎ ১০ জানুয়ারী আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকার সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। পুরো ১০০ ওভার  ক্রিকেট দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমী জনতা। ভারতে এখন চলছে শীতকাল। ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্র ২৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে প্রায় ৭০ শতাংশের কাছাকাছি।

ভারত বনাম শ্রীলঙ্কা হেড টু হেড পরিসংখ্যান-

IND vs SL | image: twitter
India enjoys a healthy lead in the head to head stats against Sri Lanka

ভারত এবং শ্রীলঙ্কা, দুই দেশই একদিনের ক্রিকেটে অর্জন করেছে বিশ্বজয়ীর তকমা। ভারত ১৯৮৩ এবং ২০১১ তে জিতেছে সেরার শিরোপা। শ্রীলঙ্কার জয় এসেছিলো ১৯৯৬ সালে। উপমহাদেশীয় ক্রিকেটের দুই বৃহৎ শক্তি একদিনের ক্রিকেটে আজ অব্দি মুখোমুখি হয়েছে ১৬২ বার। দুই দলের মুখোমুখি সাক্ষাতে অনেক বেশী সফল ভারত। শ্রীলঙ্কাকে ৯৩ বার হারিয়েছে ভারত। জবাবে ৫৭ বার জিতেছে লঙ্কাবাহিনী। ১২ টি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায় নি। এর মধ্যে রয়েছে ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালটিও। ট্রফি ভাগাভাগি করতে হয়েছিলো ভারতকে সেইবার।

প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ (Probable XI)-

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), আভিষ্কা ফার্নান্দো, চরিথ আশালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহীশ তীক্ষণা, দিলশান মাধুশাঙ্কা, লাহিরু কুমারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *