IND vs SA, Toss Report: টস জিতল ভারত, ম্যাচ জিততে এই মারকাটারি খেলোয়াড়কে সুযোগ করে দিলেন রোহিত শর্মা !! 1

IND vs SA: অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গিয়েছে ২০২২ টি-২০ বিশ্বকাপ। আর এবার পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে টিম ইন্ডিয়ার চোখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের দিকে। এই ম্যাচে টানা তৃতীয় জয় তুলে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে এই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পারে দক্ষিণ আফ্রিকাও। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া বিশ্বকাপে পাকিস্তান ও নেদারল্যান্ডকে হারিয়েছে। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার জন্য আরেকটি জয় সেমিফাইনালে যাওয়ার পথ খুলে দিতে পারে। তবে এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার সামনেও অনেক প্রশ্ন। এই পুরো টুর্নামেন্টে এখনও পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল। এমতাবস্থায় সবার দৃষ্টি থাকবে তাদের দিকে। এই ম্যাচে তারা বড় কিছু করতে পারবে বলে আশাবাদী ভক্তরা। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচ দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা।

IND vs SA, T20 Match, Pitch Report (পিচ রিপোর্ট)

IND vs SA, Toss Report: টস জিতল ভারত, ম্যাচ জিততে এই মারকাটারি খেলোয়াড়কে সুযোগ করে দিলেন রোহিত শর্মা !! 2

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে। সিডনি অস্ট্রেলিয়ার এমন একটা মাঠ যেখানে উইকেট থেকে পেসাররা সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই পেস বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। এই মাঠে টসজয়ী দলের অধিনায়ক প্রতিপক্ষ’কে আগে ব্যাট করতে পাঠাতে পারেন। বাইশ গজ ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে।

IND vs SA, T20 Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)

রবিবার, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময়ে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৫০ শতাংশ। খেলা চলাকালীন ২০ শতাংশ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময় ৩৪ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা মারকাটারি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

টসের পর অধিনায়কদের বক্তব্য:

রোহিত শর্মা (ভারত অধিনায়ক):

“টস জিতে আমরা ব্যাটিং করবো। আশা করছি আমরা ভালো পারফর্ম করে ম্যাচটা জিতে নিতে পারবো। রান করে ম্যাচ জেতার ক্ষমতা আমাদের আছে।”

টেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা অধিনায়ক):

“আমরাও টস জিতলে ব্যাটিং করতাম। এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে এসেছি। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করবো।”

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA XI)

IND vs SA, Toss Report: টস জিতল ভারত, ম্যাচ জিততে এই মারকাটারি খেলোয়াড়কে সুযোগ করে দিলেন রোহিত শর্মা !! 3

ভারত প্রথম একাদশ (IND XI)

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), দীপক হুডা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, আরশদীপ সিং

দক্ষিণ আফ্রিকা প্রথম একাদশ (SA XI)

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রিলে রুসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, এনরিক নর্টজে

টস রিপোর্ট – (India vs South Africa Toss Report)

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *