IND vs SA: "২০২৫ সালে কি সুযোগ পাবেন দলে...? রাহুল ত্রিপাঠী সুযোগ না পাওয়ায় বোর্ডকে ব্যাপক ট্রোল নেটিজেনদের !! 1

IND vs SA: লখনউয়ের একানা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। টি-২০ সিরিজে প্রোটিয়াদের হারানোর পর এবার পঞ্চাশ ওভারের লড়াইয়ে মাঠে নেমেছে তারা। সামনেই টি-২০ বিশ্বকাপের আসর। এবার এই বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে। সেই টুর্নামেন্টকে মাথায় রেখেই প্রথম দলের বেশ কিছু তারকাকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। লক্ষ্য, বিশ্বকাপের আসরে বিরাট-রোহিতদের যতটা সম্ভব ফিট রাখা। আর সেই কারণে এই সিরিজে বেশ কিছু তরুণ খেলোয়াড় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। এর মধ্যেই ভাবা হয়েছিল, এবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামবেন রাহুল ত্রিপাঠী। তবে আদতে তেমনটা হয়নি। লখনউয়ের এই ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে রাহুলকে।IND vs SA: "২০২৫ সালে কি সুযোগ পাবেন দলে...? রাহুল ত্রিপাঠী সুযোগ না পাওয়ায় বোর্ডকে ব্যাপক ট্রোল নেটিজেনদের !! 2

এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন ত্রিপাঠী। হায়দরাবাদের হয়ে করেছেন ভুরি ভুরি রান। তাই অনেকেই মনে করেছিলেন আইপিএল মিটলেই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। তবে একের পর এক সিরিজ কেটে গেলেও এখনও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাননি। মনে করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজে তিনি সুযোগ পাবেন। তবে সেটা না হওয়াতে নেটিজেনদের তোপের মুখে পড়েছে টিম ম্যানেজমেন্ট।

দেখে নিন টুইট চিত্র:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *