IND vs SA: ১১ই অক্টোবর বুধবার, ভারতের প্রথম সারির খেলোয়াড়েরা টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় অনুশীলনে ব্যাস্ত থাকায় বর্তমানের সাময়িক অধিনায়ক শিখর ধাওয়ানের নেতৃত্বে দ্বিতীয় সারির তরুণ বা যুব প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দিল্লির অরুণ জেইটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক বা তৃতীয় ওয়ানডে ম্যাচ(ODI) খেলবে ভারত। সিরিজের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার জেতার পরে দ্বিতীয় ম্যাচে ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ ম্যাচ জিতে সিরিজ ১-১ সমান করে সিরিজে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয় ভারতীয় ক্রিকেট দল। আজকে তৃতীয় ম্যাচে সিরিজের এই নির্ণায়ক ম্যাচে জয়ের স্বাদ উপভোগ করে সিরিজ নিজের নামে করে নিতে চায় উভয় দল ই। এবং যে দলের খেলোয়াড়েরা নিজেদের সেরা টা দিয়ে দারুণ পারফরম্যান্স করবে সেই দল ই আজকের ম্যাচ জিতে এই দ্বিপাক্ষিক সিরিজ নিজেদের নামে উপভুক্ত করে নিবে।
পিচ এবং আবহাওয়া রিপোর্ট (IND vs SA pitch and weather report) : 
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই নির্ণায়ক ম্যাচ অর্থাৎ তৃতীয় ম্যাচ খেলা হবে দিল্লির অরুণ জেইটলি স্টেডিয়ামে। খেলার এই মাঠের বাউন্ডারি ভারতের অন্যান্য মাঠের তুলনায় খানিকটা ছোট। এবং বাতাস আর্দ্রতা বেশি হওয়ায় এই মাঠের পিচ ফাস্ট বোলারদের দের জন্য সহায়ক সুতরাং ফাস্ট বোলার রা শাসন করতে পারে ব্যাটসম্যানদের ওপর। তবে বর্তমানে দিল্লির আবহাওয়া পরিস্থিতি দেখলে তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস যা তুলনামূলক ভাবে কম এছাড়াও মেঘাচ্ছন্ন অবস্থা সুতরাং ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ও রয়েছে। তবে ক্রিকেট ভক্ত হিসেবে আশা করি যেন দুই দলের মধ্যে বৃষ্টিবিহীন একটি হাড্ডা-হাড্ডি লড়াই উপভোগ করতে পারি।
দুই দলেরই সম্ভাব্য একাদশ (IND vs SA Probable XI):
ভারত : শিখর ধাওয়ান ( অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিসান, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আভেশ খান
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি-কক(উইকেট কিপার), জানেমান মালান, রেজা হেন্ডরিক্স, এইডেন মার্কারাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ (অধিনায়ক), বজোর্ন ফর্টুইন, কাগিসো রাবাডা, অনরিক নোকিয়া
সম্ভাব্য শীর্ষ পারফর্মার : (IND vs SA )
ম্যাচের সম্ভাব্য সেরা তারকা : শ্রেয়াস আইয়ার

বর্তমানে শ্রেয়াস আইয়ার তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ ফর্মে রয়েছেন। এছাড়াও এই সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫ টি চারের সাহায্যে ১১১ বলে অপরাজিত ১১৩ রান করে ভারতকে ম্যাচ জিতিয়ে সিরিজ ১-১ সমান করতে সাহায্য করে শ্রেয়াস আইয়ার। এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ও পান। বর্তমানে ২০২২ এ ঋষভ পন্থের পরে ২৯ টি ইনিংসে ৪৭ এর গড়ে মোট ১১২৮ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন শেয়স আইয়ার। এছাড়াও এই বছরে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক মোটি ৫ টি ম্যাচ অফ দ্যা ম্যাচের আওয়ার্ড ও জিতেছেন শ্রেয়স আইয়ার। এছাড়াও গত ৬টি ইনিংসে শ্রেয়াস আইয়ারের স্কোর করা রান সংখ্যা ৮০(১১১), ৫৪(৫৭), ৬৩ (৭১), ৪৪(৩৪), ৫০(৩৮), ১১৩*(১১১)। সুতরাং এই নির্ণায়ক ম্যাচেও শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আরেকটি দুর্দান্ত ইনিংসের আশা করছি।
ম্যাচের সম্ভাব্য সেরা বোলার: মহম্মদ সিরাজ
অতীতে বেশিরভাগ ম্যাচে নিজের প্রভাব ঠিকমতো না ফেলতে পারায় বহু ট্রোল-মিমের শিকার হতে হয় মহম্মদ সিরাজ কে। এছাড়াও নিজের দুর্বল বোলিং এর জন্য প্রায়ই সমালোচনার পাত্র হয়ে উঠতো নেটিজেনদের কাছেও ।তবে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের সমস্ত খামতি দূর করে অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে তুলে ভারতের এই ফাস্ট বোলার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৩.৮ এর ইকোনমী রেটে ১ টি মেইডেন ওভারের সাহায্যে মোট ৩৮ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ । সুতরাং এই নির্ণায়ক ম্যাচেও মহম্মদ সিরাজের হাত থেকে এক দারুণ পারফরম্যান্সের আশা করছি।
আজকের ম্যাচের ভবিষ্যদ্বাণী : ম্যাচ জিতবে ভারত
নোট: এই ভবিষ্যদ্বাণীটি লেখকের বোঝার, বিশ্লেষণ এবং সহজাত প্রবৃত্তির উপর ভিত্তি করে করা হয়েছে। আপনার ভবিষ্যদ্বাণী করার সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।