চলতি টি-২০ সিরিজে (IND vs SA)-এ রবিবার সন্ধ্যায় ভারত (IND) এবং দক্ষিণ আফ্রিকার (SA) মধ্যে সিরিজের পঞ্চম, তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচ হেরে ০-২ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করেছে টিম ইন্ডিয়া। তারা তাদের পরের দুটি ম্যাচ জিতে সিরিজে ২-২ তে সমতায় এনেছে। আর মাত্র একটি খেলা বাকি আছে। আর সেই ম্যাচ জিতে ট্রফি জেতার দিকে মন দিয়েছে দুই শিবির। রাজকোটে আগের ম্যাচে ফের প্রথমে ব্যাট করতে নামে ভারত। টপ অর্ডারের খারাপ শুরুর পরেও তারা ১৬৯ রান করে। চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৭ রানে গুটিয়ে যায়। তাদের কেউই বড় রান করতে পারেনি। আভেশ খান উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি ছিলেন। তিনি ৪টি উইকেট শিকার করেন এবং যুজবেন্দ্র চাহাল তিনটি উইকেট নেন। সব মিলিয়ে রবিবার একট লড়াকু ম্যাচ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
IND vs SA, 5th Match, Pitch Report (পিচ রিপোর্ট)
বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। তবে সময় যত গড়াবে ততই এই পিচ থাকে টার্ন আদায় করে নিতে পারবেন স্পিনাররা। তবে গোটা ম্যাচ জুড়ে বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। এই উইকেটে যা চরিত্র তাতে রান তাড়া করে জেতা বেশি সহজ কাজ। ফলে এই পিচে যেই দলই টস জিতবে সেই দলের অধিনায়কের চাইবে ফিল্ডিং করতে।
IND vs SA, 5th Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময়ে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৮৪ শতাংশ। ১৪ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। ম্যাচের মধ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। খেলা চলাকালীন ভালো শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। তাই টস জিতে প্রথমে ফিল্ডিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।
IND vs SA, 5th Match, Head To Head (হেড টু হেড)
ভারত এবং দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত ১৯ টি-২০ আন্তর্জাতিক ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে ভারত ১১টি এবং দক্ষিণ আফ্রিকা ৯টি ম্যাচ জিতেছে। ভারতের মাটিতে, এই দুই দল একে অপরের বিরুদ্ধে সাতবার মুখোমুখি হয়েছে যেখানে ঘরের দল জিতেছে মাত্র দু’বার এবং প্রোটিয়ারা পাঁচটিতে জিতেছে।
সম্ভাব্য টিম
ভারত (IND)
ইশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল
দক্ষিণ আফ্রিকা (SA)
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, মার্কো জানসেন, কেশব মহারাজ, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি