IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেএল রাহুলের খেলা নিয়ে সংশয়, শেষ মুহুর্তে নিলেন ডাক্তারের পরামর্শ !! 1

IND vs SA: চলতি বিশ্বকাপে ভারতীয় দলের জন্য বড় সমস্যা কেএল রাহুল। আসলে এই বছর তার ব্যাটে মোটেও রান আসেনি। বিশেষ করে টি-২০ ম্যাচগুলিতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন তিনি। সেই খারাপ ফর্মটাই যেন তিনি বয়ে বেড়াচ্ছেন এই টি-২০ বিশ্বকাপে। তার খারাপ পারফরমেন্সের পর তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। চোট কাটিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফেরা কেএল রাহুলের ব্যাট হাতে এশিয়া কাপেও ফ্লপ করেছিলেন তিনি। বিশ্বকাপের আসরে পুরোনো ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

দলের বাইরে চলে যেতে পারেন রাহুল

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেএল রাহুলের খেলা নিয়ে সংশয়, শেষ মুহুর্তে নিলেন ডাক্তারের পরামর্শ !! 2

চলতি বিশ্বকাপে বিরাট কোহলির ফর্মে থাকাটা ভারতীয় দল দারুণ উপকৃত হবে। একই সঙ্গে রাহুলের ফর্ম চিন্তার বিষয়। টিম ম্যানেজমেন্ট এই নিয়ে চিন্তাভাবনা করছে। এটা উল্লেখ্য যে ২০২২ সালে এই বছর টি-২০’তে কেএল রাহুলের স্ট্রাইক রেট মাত্র ৯০। এমন পরিস্থিতিতে দ্রুত ফর্মে না ফিরলে দল থেকে বাদ পড়তে পারেন তিনি। সেটা অবশ্য দক্ষিণ আফ্রিকা ম্যাচটা হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ টুর্নামেন্ট যত এগোবে ততই কঠিন হয়ে উঠবে টুর্নামেন্ট। সেটাকে মাথায় রেখেই কোন ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন রাহুল।

কে আসবেন রাহুলের জায়গায়?

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেএল রাহুলের খেলা নিয়ে সংশয়, শেষ মুহুর্তে নিলেন ডাক্তারের পরামর্শ !! 3

এখন বড় প্রশ্ন হল, কেএল রাহুল দল থেকে বাদ পড়লে তার জায়গায় কে টিমে আসবেন? এমন প্রশ্নের চটজলদি উত্তরটা হচ্ছন ঋষভ পন্থ। মারকাটারি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত পন্ত ব্যাটিং লাইন আপের যে কোন জায়গায় ব্যাট করতে পারেন। সেই সঙ্গে তিনি মারকুটে ব্যাটিংয়ের জন্যও বিখ্যাত। তাই তিনি খেললে ভারত যে অনেকটাই অ্যাডভান্টেজ পাবে, সেটা আর আলাদা করে বলে দরকার পড়বে না। আসলে ফর্মহীন কেএল রাহুলের থেকে পন্থ যে হাজারগুন ভালো সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ইনিংসের ওপেন করতে দেখা যেতে পারে এই বাঁ হাতি তারকা ব্যাটসম্যানকে।

Read More: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে KL রাহুলের জায়গায় সুযোগ পাবে কি ঋষভ পান্থ? কোচ বিক্রম রাঠোর দিলেন উত্তর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *