IND vs SA Toss Report: টস জিতল ভারত, প্রথম ম্যাচে জয়ে পেতে এই তুখোড় খেলোয়াড়কে দলে জায়গা দিলেন ধাওয়ান !! 1

IND vs SA: টি-২০ সিরিজ শেষ হতেই ফের মাঠে নামতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে এবার আঙিনাটা আলাদা। এবার ওয়ানডে সিরিজে একে অপরের মুখোমুখি হতে চলেছে এই দুই দল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার লখনউয়ের একানা ক্রিকেট  স্টেডিয়ামে। এই একদিনের সিরিজের জন্য দ্বিতীয় সারির ভারতীয় দল বেছে নিয়েছেন নির্বাচকরা। আর সেই দলের নেতৃত্বে রয়েছেন শিখর ধাওয়ান। আসলে চলতি মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর সেটাকে মাথায় রেখেই প্রথম সারির তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে অবশ্য বিষয়টা সমান নয়। তারা এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সামনের বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর সেই আসরকে মাথায় রেখে যতটা সম্ভব একদিনের ক্রিকেটের পয়েন্ট তুলে নিতে চাইছে। সব মিলিয়ে দুই দলের লড়াইটা জমবে বলেই মনে করছেন সমর্থকরা।

IND vs SA, 1st ODI Match, Pitch Report (পিচ রিপোর্ট)

IND vs SA Toss Report: টস জিতল ভারত, প্রথম ম্যাচে জয়ে পেতে এই তুখোড় খেলোয়াড়কে দলে জায়গা দিলেন ধাওয়ান !! 2

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে লখনউয়ে। বরাবরই এই মাঠের পিচ ভারসাম্যপূর্ণ। ব্যাট-বলের মধ্যে সমান লড়াই হবে, এটাই প্রত্যাশিত। তবে এটাও ঠিক যে এই পিচ স্পিনারদের জন্য সহায়ক এবং সেখান থেকে বাড়তি স্পিন আদায় করে নেওয়া যেতে পারে। এই মাঠে ঠিকঠাক শট খেললে বড় রানের ম্যাচ দেখা যেতেই পারে। যে অধিনায়ক টস জিতবেন তিনি প্রথমে ব্যাটিং করবেন বলে আশা করা হচ্ছে।

IND vs SA, 1st ODI Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)

বৃহস্পতিবার, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময়ে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ১০০ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময় ১৪ কিমি প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করাই হবে সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের ফ্যানরা।

টসের পর অধিনায়কদের বক্তব্য:

শিখর ধাওয়ান (ভারত অধিনায়ক):

“আমরা কিছুটা চিন্তাভাবনা করে বোলিং নিলাম। নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য এটাই সেরা সুযোগ। আমরা বড় স্কোর করতে চাই এবং তারপর দেখা যাবে কী হয়। এই ম্যাচে একটি পরিবর্তন করা হয়েছে। আশা করছি ভালো খেলবো”

তেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা অধিনায়ক):

“আমরা এখানে শুধু ভালো ক্রিকেট খেলতে এসেছি। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সামনে বিশ্বকাপ তাই নিজেদের দেখে নেওয়ার একটা ভালো সুযোগ।”

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA XI)

IND vs SA Toss Report: টস জিতল ভারত, প্রথম ম্যাচে জয়ে পেতে এই তুখোড় খেলোয়াড়কে দলে জায়গা দিলেন ধাওয়ান !! 3

ভারত প্রথম একাদশ (IND XI)

শিখর ধাওয়ান (C), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন (VC), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, আভেশ খান

দক্ষিণ আফ্রিকা প্রথম একাদশ (SA XI)

তেম্বা বাভুমা (C), কুইন্টন ডি কক (WK), জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ওয়েইন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি

টস রিপোর্ট – (India vs South Africa Toss Report)

টস জিতে বোলিং করার সিদ্ধান্ত ভারতের

Leave a comment

Your email address will not be published.