IND vs PAK: মহিলা এশিয়া কাপে পাক দলের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে হার ভারতের, ব্যাটে-বলে হরমনপ্রীতদের হতে হল পর্যুদস্ত !! 1

IND vs PAK: একটা সময় মনে হয়েছিল ম্যাচটা সহজেই জিতে যাবে ভারতীয় দল। তবে শেষ পর্যন্ত তেমনটা কিছুই হয়নি। শুক্রবার, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারতেই হল ভারতের মহিলা ক্রিকেট দলকে। মহিলার এশিয়া কাপের এই ম্যাচে পাক দলের কাছে ১৩ রানে হারতে হল স্মৃতী মান্ধানাদের। বৃহস্পতিবার থাইল্যান্ডের কাছে হেরে বিপাকে পড়তে হয়েছিল পাকিস্তানকে। তবে এ দিনের ভারতীয় দলের বিরুদ্ধে এই জয় পাক দলকে বেশ অনেকটাই আত্মবিশ্বাস জোগাবে। এ দিনের এই ম্যাচে বিরাট কিছু স্কোর করতে না পারলেও, বোলারদের ক্যারিশমায় ম্যাচটা জিতে নেয় পাকিস্তান দল। খালি চোখে দেখলেই বোঝা যায়, এ দিনের ব্যাটিং ব্যর্থতার জন্যই ম্যাচটা হারতে হয়েছে ভারতীয় দলকে।

পাক দলের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল নিদা দার

IND vs PAK: মহিলা এশিয়া কাপে পাক দলের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে হার ভারতের, ব্যাটে-বলে হরমনপ্রীতদের হতে হল পর্যুদস্ত !! 2

এ দিনের এই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান দল। শুরুর দিকে ভারতীয় বোলারদের দাপটের কারণে ধীর গতিতে রান তুলতে থাকা দুই ওপেনার মুনিবা আলী ও সিড্রা আমিন। মুনিবা ১৭ রান করেন। অন্যদিকে সিড্রা করে যান ১১ রান। এই দু’জনকে প্যাভিলিয়নের পথ দেখান যথাক্রমে দীপ্তি শর্মা ও পূজা ভস্ত্রকার। এরপর পাক দলের হাল ধরেন বিসমাহ মারুফ। তিনি ৩৫ বলে ৩২ রান করেন। তবে পাক ব্যাটিংয়ে সব থেকে বেশি নজর কাড়েন এ দিন নিদা দার। ৩৭ বলে ৫৬ রানের তার ইনিংসের দৌলতেই এই ম্যাচে ১৩৭ রান তোলে পাক মহিলা দল। তার ইনিংসটি সাজানো ছিল ৫টি বাউন্ডারি ও একটি বড় ছয় দিয়ে।

শুরু থেকেই নড়বড়ে ভারতীয় ইনিংস

IND vs PAK: মহিলা এশিয়া কাপে পাক দলের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে হার ভারতের, ব্যাটে-বলে হরমনপ্রীতদের হতে হল পর্যুদস্ত !! 3

জয়ের জন্য ১৩৮ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসের অভাব দেখা যায় ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে। এ দিন বড় রান করতে ব্যর্থ হন দলের তারকা ওপেনার স্মৃতী মান্ধানা। তিনি ১৭ করে আউট হয়ে যান। ১৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মেঘনা। ২০ রান করেন ডায়ালান হেমলতা। শেষদিকে রিচা ঘোষ ২৬ রান করেন। এই কয়েকজন ছাড়া আর কোন ভারতীয় ব্যাটসম্যানই তেমন কিছু করতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১২৪ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করা নিদা দার বল হাতে কামাল দেখিয়ে ২টি উইকেট তুলে নেন। তিনটি উইকেট পান দলের তারকা বোলার নাসরা সান্ধু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *