IND vs PAK: 'কাল যে রাজা,আজ সে ফকির' নওয়াজের পারফর্ম্যান্স মনে করালো এই প্রবাদবাক্য !! 1

IND vs PAK: ভারত বনাম পাকিস্তান মানেই ক্রিকেট মাঠে মহাযুদ্ধ। কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে। চিরকালীন এই প্রতিদ্বন্দ্বীতা’র এক নতুন অধ্যায় লেখা হলো আজ। মেলবোর্নের ঐতিহাসিক এম সি জি’তে টি২০ বিশ্বকাপের মঞ্চে আরও একবার তিরঙা ঝাণ্ডা ওড়ালো ভারতীয় দল। কুড়ি-বিশের বিশ্বকাপে এই নিয়ে ৭ বার দেখা হলো দুই দলের। গতবছরে দুবাই মাঠের ‘আপসেট’ বাদ দিলে প্রতিবার জয় পেয়েছে ভারত। আজও তার অন্যথা হলো না। প্রথমে পেসার’দের আঁটোসাঁটো বোলিং এবং পরে ব্যাট হাতে বিরাট কোহলি’র অতিমানব হয়ে ওঠা, এই ম্যাচ উপহার দিয়ে গেলো অনেক টুকরো টুকরো মূহুর্ত। ম্যাচ শেষে প্রাক-দীপাবলির আলোয় উদ্ভাসিত ভারতীয় শিবির যখন আনন্দে ভাসছে ওয়াঘার অপর প্রান্ত তখন আঁধারে ডুবে। কে বলবে মাত্র কয়েকমাস আগেই এশিয়া কাপে ভারত’কে পর্যুদস্ত করেছিলো পাকিস্তান? আজকের ম্যাচ আবার প্রমাণ করে দিয়ে গেলো কেনো ক্রিকেট’কে বলা হয় ‘A glorious game of uncertainty’

সেদিনের ছিলেন হিরো,আজ ভিলেন হলেন নওয়াজ-

Spot-fixing: PCB suspends Test cricketer Mohammad Nawaz for a month

“You Either Die A Hero, Or You Live Long Enough To See Yourself Become The Villain” লাইনটি বিখ্যাত সিনেমা ‘দ্য ডার্ক নাইট’ থেকে নেওয়া। ঠিক তাই হলো আজ মহম্মদ নওয়াজের সাথে। এশিয়া কাপে’র হিরো, মেলবোর্নের ম্যাচের শেষে হয়ে গেলেন ভিলেন। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে সুপার ফোর পর্বের ম্যাচ ভারত’কে হারায় পাকিস্তান। যুযুধান দুই পক্ষের মাঝে যে খেলোয়াড় তফাৎ করে দিয়েছিলেন,তাঁর নাম? মহম্মদ নওয়াজ। ভাগ্যের পরিহাস মাস ঘুরতে না ঘুরতেই হিরো’র উচ্চাসন থেকে তাঁকে টেনে নামিয়ে আনলো ক্রিকেট। সেদিন বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। ব্যাট হাতে ২০ বলে ৪১ করে পাক দল’কে এনেছিলেন জয়ের সরণীতে। আর আজ? ভারত ব্যাটিং করতে নেমে যখন হিমসিম খাচ্ছে, তাঁর এক ওভারে ৩ টি ছক্কা সহ এলো ২০ রান। দুটো মারলেন হার্দিক, একটা বিরাট। ওই ওভারেই ঘুরে গেলো ম্যাচের রঙ।

দুর্দান্ত খেলা দেখিয়েছেন বিরাট

IND vs PAK: 'কাল যে রাজা,আজ সে ফকির' নওয়াজের পারফর্ম্যান্স মনে করালো এই প্রবাদবাক্য !! 2

শেষ ওভারে বল হাতে ১৬ রান আটকাতে হত তাঁকে। নো বল, ওয়াইড করে ভারতের জয়ের পথ বরং আরও খানিক সুগম করে দিলেন। উইকেট নিলেন ২ টি। কিন্তু শেষ দুই ওভারে ৩৬ সহ মোট খরচ করলেন ৪২ রান। মূলত তাঁর ব্যর্থতা’ই টানা দুইবার ভারতের বিরুদ্ধে জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ালো পাকিস্তানের।

Read More: IND VS PAK: পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সাথে সাথে দুর্দান্ত রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া, প্রথম ভারতীয় হিসেবে করলেন এই কাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *