IND vs PAK: ভারত পাক যুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি, ১৩ টি রেকর্ড যা লেখা হলো মেলবোর্নের মাঠে !! 1

IND vs PAK: ভারত বনাম পাকিস্তান। ওয়াঘা সীমান্তের দুই দিকে দুটি দেশ। বিশ্বের যে কোনো প্রান্তেই এই দুই দল ক্রিকেট মাঠে মুখোমুখি হোক না কেনো উত্তেজনা সবসময় থাকে তুঙ্গে। ২০২২ সালের টি২০ বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী’র লড়াইও কোন ব্যতিক্রম ছিলো না। ম্যাচ শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই টিকিটের জন্য ছিলো হাহাকার। চূরান্ত হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলেই আশা ছিলো সমর্থকদের। তাঁদের নিরাশ করে নি দুই দল। এক দম শেষ বলে ম্যাচ জিতে ভারত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের একচেটিয়া আধিপত্য আরও একবার জাহির করলো মেলবোর্নে। টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তান’কে ব্যাট করতে পাঠান। ভারতের আঁটোসাঁটো বোলিং সত্ত্বেও শান মাসুদ আর ইফতিকার আহমেদের জোড়া হাফসেঞ্চুরি পাক দলের স্কপড় ১৫৯ এ পৌঁছে দেয়। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ভারত ছিলো ৪৫-৪। সেখান থেকে ভারত’কে জয়ের সরণীতে তুলে আনেন হার্দিক পান্ডিয়া (৩৭ বলে ৪০) এবং বিরাট কোহলি (৫৩ বলে ৮২*)। ২০২১ সালে দুবাইতে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে যে ক্ষত সৃষ্টি হয়েছিলো, ঠিক ৩৬৪ দিন পর রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে তাতে প্রলেপ দিলেন হার্দিক-বিরাট’রা।

মেলবোর্নের সবুজ ঘাসে ভারতের বিজয়রথ যত এগোতে লাগলো, তৈরি হতে লাগলো নতুন নতুন রেকর্ড। পুরনো পরিসংখ্যানের হিসাবনিকাশ বদলাতে লাগলো দ্রুত। নীচে রইলো ১৩ টি রেকর্ড যা রচিত হলো রবিবাসরীয় এম সি জি’তে।

ঐতিহাসিক জয়ে লেখা হলো ১৩ নতুন রেকর্ড –

IND vs PAK: ভারত পাক যুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি, ১৩ টি রেকর্ড যা লেখা হলো মেলবোর্নের মাঠে !! 2

১) দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচের সেরা’র পুরষ্কার জিতলেন বিরাট কোহলি। ৫৯ বার ম্যাচের সেরা হয়েছেন তিনি। টপকালেন সনৎ জয়সূর্য’কে। সামনে শুধু শচীন। তাঁর সংগ্রহে রয়েছে ৭৬ টি ম্যাচ সেরার প্রাইজ।

৭৬- শচীন তেন্ডুলকর

৫৯*- বিরাট কোহলি

৫৮- সনৎ জয়সূর্য

৫৭- জ্যাক ক্যালিস

২) বিদেশের মাঠে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টি২০ আন্তর্জাতিক রান করে ফেললেন বিরাট। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি।

IND vs PAK: ভারত পাক যুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি, ১৩ টি রেকর্ড যা লেখা হলো মেলবোর্নের মাঠে !! 3

৫০০- অস্ট্রেলিয়ায় বিরাট কোহলি

৪৭২- বাংলাদেশে বিরাট কোহলি

৩৩৮-বাংলাদেশে রোহিত শর্মা

৩৩৫-ইংল্যান্ডে রোহিত শর্মা

৩৩৫-শ্রীলঙ্কায় বিরাট কোহলি

৩) রান তাড়া করার সময় টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ ব্যাটিং গড়( কমপক্ষে ৫ ইনিংস)-

IND vs PAK: ভারত পাক যুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি, ১৩ টি রেকর্ড যা লেখা হলো মেলবোর্নের মাঠে !! 4

২৭০.৫০- বিরাট কোহলি (ভারত)

৭৬.০০- মাইকেল হাসি (অস্ট্রেলিয়া)

৬২.৫০- ডেভিড উইসে (নামিবিয়া)

৬০.০০- কেভিন পিটারসেন (ইংল্যান্ড)

 

৪) শূন্য রানে আউট হওয়া পাকিস্তান অধিনায়কদের তালিকা’র শীর্ষে চলে গেলেন বাবর আজম-

IND vs PAK: ভারত পাক যুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি, ১৩ টি রেকর্ড যা লেখা হলো মেলবোর্নের মাঠে !! 5

৫*- বাবর আজম

৪- শাহীদ আফ্রিদি

৩- মহম্মদ হাফিজ

২- সরফরাজ আহমেদ

 

৫)আন্তর্জাতিক টি২০ তে ‘গোল্ডেন ডাক’ করা অধিনায়কদের তালিকায় ৩ এ উঠে এলেন বাবর-

Pakistan lose captain Babar Azam to fractured thumb for New Zealand T20Is | Sports News,The Indian Express

অ্যারন ফিঞ্চ (৫ বার)

মাশরাফি মোর্তাজা (৪ বার)

বাবর আজম (৩ বার)

লসিথ মালিঙ্গা (৩ বার)

কেন উইলিয়ামসন (৩ বার)

উইলিয়াম পোর্টারফিল্ড (৩ বার)

 

৬) টি২০ বিশ্বকাপে দলের প্রথম হাফসেঞ্চুরি করলেন বিরাট।  এই নিয়ে ৫ বার বিরাট ছুঁলেন এই মাইলফলক-

IND vs PAK: ভারত পাক যুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি, ১৩ টি রেকর্ড যা লেখা হলো মেলবোর্নের মাঠে !! 6

২০০৭- রবিন উত্থাপ্পা

২০০৯- গৌতম গম্ভীর

২০১০- সুরেশ রায়না

২০১২- বিরাট কোহলি

২০১৪- বিরাট কোহলি

২০১৬- বিরাট কোহলি

২০২১- বিরাট কোহলি

২০২২- বিরাট কোহলি

 

৭) ভারতের হয়ে টি২০ বিশ্বকাপে সফল রান চেজে সর্বোচ্চ স্কোর, নিজের রেকর্ড নিজেই স্পর্শ করলেন কোহলি-

IND vs PAK: ভারত পাক যুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি, ১৩ টি রেকর্ড যা লেখা হলো মেলবোর্নের মাঠে !! 7

৮২* – কোহলি বনাম পাকিস্তান

৮২*- কোহলি বনাম অস্ট্রেলিয়া

৭৮*- কোহলি বনাম পাকিস্তান

৭২*- কোহলি বনাম দক্ষিণ আফ্রিকা

৬২*- রোহিত বনাম ওয়েস্ট ইন্ডিজ

৫৭*- কোহলি বনাম বাংলাদেশ

 

৮) আইসিসি আয়োজিত সীমিত ওভারের ক্রিকেটে ভারতের পক্ষে সবচেয়ে বেশী ম্যাচের সেরা পুরষ্কার। বিরাট উঠে এলেন ২ এ। সামনে কেবল ‘মাস্টার ব্লাস্টার’-

১০- শচীন তেন্ডুলকার

৯*- বিরাট কোহলি

৯- যুবরাজ সিং

৮- রোহিত শর্মা

 

৯) টি২০ তে শেষ বলে চতুর্থবার জয় পেলো ভারত।

ভারত বনাম অস্ট্রেলিয়া, সিডনি, ২০১৬

ভারত বনাম বাংলাদেশ, কলম্বো, ২০১৮

ভারত বনাম উইন্ডিজ, চেন্নাই, ২০১৮

ভারত বনাম পাকিস্তান, মেলবোর্ন, ২০২২

 

১০) টি২০ ক্রিকেটে শেষ তিন ওভারে সবচেয়ে বেশী রান করলো ভারত। অস্ট্রেলিয়া’র রেকর্ড স্পর্শ করলো ‘টিম ইন্ডিয়া’-

৪৮ রান- অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ,গ্রস আইলেট,সেন্ট লুসিয়া

৪৮ রান- ভারত বনাম পাকিস্তান, মেলবোর্ন, অস্ট্রেলিয়া

৪২ রান- উইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া , মীরপুর, বাংলাদেশ

৪১ রান- শ্রীলঙ্কা বনাম ভারত, গ্রদ আইলেট, সেন্ট লুসিয়া

 

১১) পাকিস্তানের বিরুদ্ধে টি২০ ম্যাচে অর্ধশতক করার নিরিখে সব ভারতীয় ব্যাটার’কে পিছনে ফেললেন কোহলি-

৫ টি অর্ধশতক- বিরাট কোহলি (১০ টি ইনিংস)

৩ টি অর্ধশতক- অন্যান্য সকল ভারতীয় ব্যাটার (৭৫ ইনিংস)

 

১২) ভারত-পাক টি২০ ম্যাচে সর্বোচ্চ উইকেটশিকারী’র আসনে বসলেন হার্দিক-

Hardik Pandya

১১ উইকেট- হার্দিক পান্ডিয়া

১১ উইকেট- ভুবনেশ্বর কুমার

১১ উইকেট- উমর গুল

 

১৩)  সূর্যকুমারের ব্যাটে রানের ফুলঝুরি থামানোর টোটকা জানা আছে, আবার বোঝালো পাকিস্তান-

IND vs PAK: ভারত পাক যুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি, ১৩ টি রেকর্ড যা লেখা হলো মেলবোর্নের মাঠে !! 8

টি২০ বিশ্বকাপ ২০২১-  ১১(৮)

এশিয়া কাপ ২০২২-  ১৮(১৮),  ১৩(১০)

টি২০ বিশ্বকাপ ২০২২- ১৫(১০)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *