IND vs NZ: শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম একদিনের সিরিজে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। গুয়াহাটি, কলকাতা এবং তিরুঅনন্তপুরমের তিন ম্যাচেই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ODI বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবে করেছে ‘টিম ইন্ডিয়া।’ শ্রীলঙ্কার পর রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) পরবর্তী প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বর্তমানে আইসিসি একদিনের ক্রমতালিকায় পয়লা নম্বরে রয়েছে কিউইরা। উপমহাদেশের উইকেটও অচেনা নয়ে তাদের কাছে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজ খেলে ভারতে আসছেন মিচেল স্যান্টনার (Mitchell Santner), টম ল্যাথামরা (Tom Latham)। টেস্ট সিরিজ ড্র হলেও একদিনের সিরিজে বাবর আজমদের হারিয়েই এই দেশে আসছে নিউজিল্যান্ড। সুতরাং দুরন্ত ফর্মে থাকা দুই দল মাঠে একে অপরের মুখোমুখি হলে খেলা যে হাড্ডহাড্ডি হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ১৮ জানুয়ারী হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। গত বছর যখন ভারত গিয়েছিলো নিউজিল্যান্ডে তখন প্রায় প্রতিটি ম্যাচেই বাধা হয়ে দাঁড়িয়েছিলো আবহাওয়া। তেমনটা হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে হায়দ্রাবাদে? উত্তর জেনে স্বস্তি পেতে পারেন ক্রিকেট অনুরাগী জনতা।
IND vs NZ ম্যাচের সময়সূচী-
প্রথম একদিনের ম্যাচে
স্থান– রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা।
তারিখ– ১৮ জানুয়ারী, ২০২৩
সময়– দুপুর ১:৩০ (ভারতীয় সময়)
Rajiv Gandhi International Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচকে ব্যাটিং স্বর্গ বলা যেতে পারে। বোলারদের জন্য উইকেটে বিশেষ সাহায্য এখানে দেখা যায় না। উইকেট থেকে সাহায্য না মেলায় ব্যাটারদের বিভ্রান্ত করতে বোলিং-এ বৈচিত্র্য দেখানোর দিকে মন দিতে হবে বোলারদের। এই পিচে স্লোয়ার বল’কে অস্ত্র করতে পারেন বোলার’রা। হায়দ্রাবাদের মাঠে শেষ ৬ টি একদিনের ম্যাচে প্রথম ইনিংসের গড় স্কোর ২৭৭ রানের আশেপাশে। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় ২৫০-এ। শেষ ৬টি একদিনের ম্যাচের মধ্যে ৩টি জিতেছে প্রথমে ব্যাট করা দল। আবার পরে ব্যাট করে জয় এসেছে ৩টি ম্যাচে। তবে যেহেতু খেলাটি হচ্ছে শীতকালে, সেহেতু শিশিরের কথা মাথায় রেখে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠাতে পারেন টসজয়ী অধিনায়ক।
Hyderabad Weather Forecast (আবহাওয়া পূর্বাভাস)-

ম্যাচের দিন হায়দ্রাবাদের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৯%। ম্যাচের সময় ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাতের আশঙ্কা না থাকার পুরো ১০০ ওভারের ক্রিকেটের আনন্দ উপভোগ করতে পারবেন দুই দলের সমর্থকেরা।