IND vs NZ: বুধবার ক্রাইসচার্চে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়ে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে। টম ল্যাথাম এবং কেন উইলিয়ামসনের জুটি প্রথম ওয়ানডে ম্যাচে কিউয়িদের জয় এনে দেয়। দ্বিতীয় ম্যাচটি অবশ্য বৃষ্টি নষ্ট হয়ে যায়। তবে, নিউজিল্যান্ড একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে বুধবার সরাসরি সিরিজ জয়ের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে, ভারত সিরিজে তাদের সামর্থ্যের ঝলক দেখিয়েছে, শুভমান গিল ব্যাট হাতে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। দলের সিনিয়ার তারকাদের ছাড়া ভারত এই ম্যাচে আন্ডারডগ হিসাবে শুরু করলেও, তরুণদের নিয়ে গড়া ভারতীয় দলকে মোটেও হাল্কাভাবে নেওয়া যাবে না। সব মিলিয়ে বুধবারের ম্যাচে অসাধারণ একটি লড়াই দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা।
IND vs NZ, 3rd ODI Match, Pitch Report (পিচ রিপোর্ট)
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। এই মাঠের উইকেট থেকে পেসাররা সবসময় সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই পেস বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। বুধবার অনুষ্ঠিত হতে চলা এই লড়াইয়ে টসজয়ী দলের অধিনায়ক প্রতিপক্ষ’কে আগে ব্যাট করতে পাঠাতে পারেন। বাইশ গজ ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে।
IND vs NZ, 3rd ODI Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)
বুধবার, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের সময়ে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৬৩ শতাংশ। খেলা চলাকালীন ২ শতাংশ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময় ১৪ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা মারকাটারি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।
ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ XI)
ভারত প্রথম একাদশ (IND XI)
শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, উমরান মালিক, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
নিউজিল্যান্ড প্রথম একাদশ (NZ XI)
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেট-কিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, টিম সাউদি, লকি ফার্গুসন
টস রিপোর্ট – (India vs New Zealand Toss Report)
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল কেন উইলিয়ামসন