IND vs NZ: “আজ অন্য ‘স্কাই’কে দেখলো দুনিয়া…” কঠিন পিচে ম্যাচ জিতিয়ে নায়ক হলেন সূর্যকুমার যাদব !! 1

IND vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচটিতে ২১ রানে হেরেছিলো ভারতীয় দল। কনওয়ে, মিচেলদের অর্ধশতরানের সুবাদে ১৭৬ রান করেছিলো নিউজিল্যান্ড দল। জবাবে ১৫৫ রানেই থেমেছিলো ভারতীয় ইনিংস। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি হারায় আজকে মাঠে নামার আগে চাপে ছিলো ভারত। সিরিজে টিকে থাকতে গেলে জিততেই হত আজকের ম্যাচ। না হলে দেশের মাটিতে সিরিজ খোয়ানোর লজ্জা জুটত ‘টিম ইন্ডিয়া’র কপালে। রাঁচিতে ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলো ঘূর্ণি পিচ এবং ব্ল্যাক ক্যাপস দলের স্পিন আক্রমণ। আজকেও পিচে টার্ণ ছিলো। উপস্থিত ছিলেন স্যান্টনার, সোধি, ব্রেসওয়েলরাও। গত ম্যাচের অন্ধকার কাটিয়ে আজ অবশ্য আলোয় ফিরলো ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে ৯৯ এর বেশী তুলতে পারে নি কিউইরা। স্বল্প রানের পুঁজি সঙ্গী করেও লড়ে গেলো নিউজিল্যান্ড। ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে গেলো অন্তিম ওভার অব্দি। একদিক থেকে যখন পরপর উইকেট পড়ছে তখন উইকেটে টিকে থেকে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে গেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) । স্বভাববিরুদ্ধ ভাবেই ধীর-স্থির ইনিংস খেলে ভারতকে ম্যাচ জেতালেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’ আজকের ম্যাচে সেরা ক্রিকেটারের পুরষ্কারও পেয়েছেন তিনিই।

পরিস্থিতির সাথে মানিয়ে নিতেই হত, বলছেন সূর্য-

IND vs NZ | image: twitter
Suryakumar Yadav played a sensible knock to guide India home against New Zealand

গত বারো মাসে টি-২০ ক্রিকেটের ব্যকরণ’কে নতুনভাবে ঢেলে সাজিয়েছিলেন সূর্যকুমার যাদব। মাঠের প্রতিটি কোণায় চার-ছক্কা মেরে ভক্তদের থেকে আদায় করে নিয়েছেন মিস্টার ৩৬০ তকমা। একের পর এক ঝোড়ো ইনিংস খেলেছেন। করেছেন তিনটি আন্তর্জাতিক শতরান। এক ক্যালেন্ডার বছরে মেরেছেন ৬৮ টি ছক্কা। উঠে এসেছেন বিশ্ব টি-২০ ক্রমতালিকার এক নম্বর। তবে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) মানেই যে কেবল ধুন্ধুমার ব্যাটিং নয়, শুধু চার-ছক্কা নয়, প্রয়োজনে ধীরস্থির ইনিংস খেলতেও যে তিনি পারেন তা আজ দেখালেন ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক। ৩১ বলে মাত্র ১টি চারের সাহায্যে ২৬ রান করে ভারতকে জয়ের বৈতরণী পার করালেন তিনি। স্বভাববিরুদ্ধে ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন তিনি। সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি জানালেন, “আজ এক অন্যরকমের ‘স্কাই’কে দেখলেন। যখন আমি আজ ব্যাট করতে নামি তখন পরিস্থিতি অনুযায়ী খেলা অত্যন্ত প্রয়োজনীয় ছিলো। কাউকে একটা শেষ অব্দি টিকে থাকতে হত।” সূর্যের সাথে ভুলবোঝাবুঝিতে রান আউট হন ওয়াশিংটন সুন্দর (Washingon Sundar)। বিষয়টি সম্পর্কে সূর্যকুমার জানান, “ওটা আমার ভুল ছিলো। কখনোই রান হত না ওখানে। বলটা কোথায় গিয়েছে সেটা খেয়াল করি নি আমি।” ঘূর্ণি পিচে ব্যাটিং কতটা কঠিন ছিলো? উত্তরে সূর্য (Suryakumar Yadav)  জানান, “খুবই কঠিন উইকেট ছিলো। দ্বিতীয় ইনিংসেও বল যে এতটা ঘুরবে আমরা ভাবতেও পারি নি। পরিস্থিতির সাথে মানিয়ে নিতেই হত আমাদের। প্রতি ওভারে একটা করে বড় শটের প্রয়োজন ছিলো আমাদের। মাথা ঠান্ডা রাখা অত্যন্ত জরুরী ছিলো।” শেষ ওভারে তাঁর সাথে ক্রিজে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সহ-অধিনায়কের সাথে কি কথা হয়েছিলো অধিনায়কের? প্রশ্নের উত্তরে সূর্যকুমার (Suryakumar Yadav)  বলেন, “আমি জয়সূচক রান করার আগে হার্দিক আমার কাছে এসে বলে ‘এই বলেই ম্যাচ খতম করতে চলেছো তুমি।’ তাতে আমার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছিলো।”

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *