IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে আজ হ্যাগলি ওভালে নেমেছে ভারতীয় দল। টি-২০ সিরিজ পকেটে পুরে নিয়ে আত্মবিশ্বাসের সাথেই একদিনের সিরিজে খেলতে নেমেছিলো দল। তবে প্রথম ম্যাচে অকল্যান্ডে টম ল্যাথাম এবং কেন উইলিয়ামসনের ব্যাটিং বিক্রমের সামনে উড়ে যেতে হয়েছিলো ‘টিম ইন্ডিয়া’কে। তারপর থেকে কিছুই যেন যাচ্ছে না ভারতের পক্ষে। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে দ্বিতোয় ম্যাচ জিততে হত। কিন্তু হ্যামিল্টনে সেই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। তৃতীয় ম্যাচে ক্রাইস্টচার্চেও ছিলো বৃষ্টির সম্ভাবনা। এখনও অব্দি বৃষ্টু বাধা হয়ে না দাঁড়ালেও টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চাপেই রয়েছে ভারতীয় দল। অধিনায়ক শিখর ধাওয়ান জানান দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই আজ খেলতে নামবে ‘মেন ইন ব্লু।’ আজও জায়গা হয় নি সঞ্জু স্যামসনের। সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। মাঠের পারফর্ম্যান্সেও এখনও অব্দি সমর্থকদের মন ভরাতে পারে নি তরুণ ভারতীয় দল। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন কেন উইলিয়ামসন। কিউইদের পাতা ফাঁদে পা দিয়ে নিয়মিত উইকেট হারিয়ে ‘মাস্ট উইন’ ম্যাচে এখনও অব্দি পিছিয়েই রয়েছে ‘টিম ইন্ডিয়া।’ প্রথম ইনিংসের শেষে চালকের আসনে ব্ল্যাক ক্যাপস দল।
ব্যাটিং ব্যর্থতা ব্যাকফুটে ঠেলে দিলো ভারত’কে-

নিউজিল্যান্ডের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বর রান তোলাই প্রাথমিক লক্ষ্য ছিলো ভারতের। তবে শুরু থেকেই আজ সমস্যায় ‘টিম ইন্ডিয়া।’ ৩৯ রানের বেশী এগোয় নি ওপেনিং জুটি। ফর্মে থাকলেও আজ মাত্র ১৩ রান করেই আউট হয়ে যান শুবমান গিল। অ্যাডাম মিলনের বলে ফ্লিক করতে গিয়ে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আশা ছিলো শিখর ধাওয়ানের থেকে। কিন্তু বেশীদূর এগোতে পারলেন না অধিনায়ক’ও। সাউদী’কে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে শুরুটা ভালো করেছিলেন তিনি। তবে মিলনের গতিতে বিভ্রান্ত হলেন তিনি। এগিয়ে এসে বড় শট মারতে চেয়েছিলেন শিখর। বল তাঁর ব্যাটের ভিতরের দিকে লেগে প্যাডে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে উইকেটে। শিখর ফিরতে দল’কে টানলেন শ্রেয়স আইয়ার। একদিনের ক্রিকেটে যতদিন যাচ্ছে আরও পরিণত হচ্ছেন শ্রেয়স। আজ ৫৯ বলে ৪৯ রান করলেন তিনি। তবে ব্যর্থতা সঙ্গ ছাড়ছে না ঋষভ পন্থের। পার্ট-টাইমার ড্যারিল মিচেলের মিডিয়াম পেসের বিরুদ্ধে পুল মারতে গিয়ে ১৬ বলে ১০ রান করে উইকেট ছুঁড়ে দিলেন তিনি। টি-২০ তে দুর্দান্ত খেললেও একদিনের ম্যাচে এখনও তার ধারেপাশে দেখা যায় নি সূর্যকুমার যাদব’কে। আজ করলেন মাত্র ৬ রান। সঞ্জু স্যামসন’কে বসিয়ে দীপক হুডা’কে খেলাচ্ছে ‘মেন ইন ব্লু।’ দলের আস্থার দাম দিতে ব্যর্থ তিনিও। করলেন ২৫ বলে ১২। হলেন টিম সাউদী’র শিকার। চাপে পড়া ভারতের হয়ে শেষের দিকে লড়লেন ওয়াশিংটন সুন্দর। ডুবতে থাকা ভারতীয় ব্যাটিং’কে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করলেন তিনি। ৬৪ বলে ৫১ রান করে সাউদীর বলে আউট হন তিনি। প্রথম ইনিংসের সম্পূর্ণ পঞ্চাশ ওভার খেলতে পারলো না ‘টিম ইন্ডিয়া।’ ৪৭.৩ ওভারে ২১৯ রানেই শেষ হয়ে গেলো ভারতের ব্যাটিং।
চমক দিলেন মিচেল, মিলনের বিক্রমে এগিয়ে কিউই’রা-

সিরিজে সমতা ফেরাতে আজকের ম্যাচ জিততেই হবে ভারত’কে। কিন্তু ক্রাইস্টচার্চে দিনটা এখনো অব্দি গিয়েছে নিউজিল্যান্ডের পক্ষেই। সৌজন্যে কিউই বোলার’রা। শুরু থেকেই পিচের পেস সহায়তা’কে কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটারদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন সাউদী, মিলনে’রা। ২০১৭ সালের পর এই সিরিজে একদিনের ম্যাচে কামব্যাক করেছেন অ্যাডাম মিলনে। তৃতীয় ম্যাচে ছন্দ ফিরে ফিলেন তিনি। ১০ ওভারে ৫৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ফেরালেন শিখর ধাওয়ান, শুবমান গিল এবং সূর্যকুমার যাদব’কে। তবে আজ চমক হিসেবে কিউই অধিনায়ক ব্যবহার করলেন ড্যারিল মিচেল’কে। ১৩ ম্যাচে এতদিন মাত্র ১ টি উইকেট ছিলো মিচেলের ঝুলিতে। আজ ২৫ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছেন ৩ টি উইকেট। টিম সাউদী নিয়েছেন ২ টি এবং ১ টি উইকেট গিয়েছে মিচেল স্যান্টনার এবং লকি ফার্গুসনের পকেটে। মাত্র ২২০ রানের চ্যালেঞ্জ কিউইদের সামনে রাখতে পেড়েছে ভারতীয় দল। আজকের ম্যাচ জিততে তাই বোলারদের দিকেই তাকিয়ে থাকতে হবে শিখর ধাওয়ান’কে। পরবর্তী ৫০ ওভারে কঠিন পরীক্ষা উমরান মালিক, অর্শদীপ সিং’দের। অগ্নিপরীক্ষায় ফেল করলে সিরিজ নিউজিল্যান্ডে রেখেই ফিরতে হবে তাঁদের। আর ঘরের মাঠে টানা ১৪ একদিনের ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড গরে ফেলবেন কেন উইলিয়ামসন’রা।