IND vs NZ: দুর্দান্ত শতরান করেও মুহুর্তের ভুলে ছন্দপতন শুভমান গিলের, টিকনারের বলে খোয়ালেন উইকেট !! ভিডিও 1

IND vs NZ: তিন ম্যাচের সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হচ্ছে। রায়পুরে নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। রোহিতের দলের এখন চেষ্টা থাকবে ইন্দোরের শেষ ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ করবে। অন্যদিকে নিউজিল্যান্ডও চাইবে তাদের তা করা থেকে বিরত রাখতে। শেষ ম্যাচে দুরন্ত বোলিং নমুনা দেখিয়ে সিরিজে দ্বিতীয় ম্যাচও নিজেদের নামে করেছে ভারতীয় দল। সেই ম্যাচে প্রথমে বোলিং করতে এসে দুরন্ত বোলিং পারফরমেন্স দেখেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ দুরন্ত বোলিং করেন। তদের দাপটে ১৫ রানেই অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায় কিউয়ি ব্রিগেড। শেষ পর্যন্ত ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

IND vs NZ: দুর্দান্ত শতরান করেও মুহুর্তের ভুলে ছন্দপতন শুভমান গিলের, টিকনারের বলে খোয়ালেন উইকেট !! ভিডিও 2

এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। তবে সেই সিদ্ধান্তটা যে মোটেও ঠিক ছিল না, তা প্রমাণ করে দেন দলের দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা। এ দিন দলের দুই ওপেনারই শতরান করে যান। তবে প্রথম উইকেটটি ভারত হারায় যখন রোহিত প্যাভিলিয়নের পথ ধরেন। তবে এরপর ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি শুভমান গিলও। ১১২ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

দেখুন ভিডিও:

Leave a comment

Your email address will not be published.