IND vs NZ: স্পিন মন্ত্রে রাঁচিতে ভারতকে চাপে ফেললো নিউজিল্যান্ড ! স্যান্টনারের বলে সাজঘরে ফিরলেন শুভমান গিল !! 1

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। একদিনের সিরিজে অসামান্য জয় তুলে নেওয়ার পর কুড়ি-বিশের ক্রিকেটেও সাফল্য ধরে রাখতে চাইছে ভারতীয় দল। রোহিত-বিরাটদের মত সিনিয়ররা আরও একবার টি-২০ ক্রিকেট থেকে অব্যাহতি চেয়ে নিয়েছেন। তরুণ এক ভারতীয় দলকে সাথে নিয়ে মাঠে নেমেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এর আগে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাঠে হারিয়ে এসেছে হার্দিক (Hardik Pandya) বাহিনী। চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে রাঁচির মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। একদিনের সিরিজে ব্যাটিং নিয়ে সমস্যায় পড়লেও প্রথম টি-২০ তে কিন্তু বড় রান স্কোরবোর্ডে তুলে নিয়েছে কিউই দল। ডেভন কনওয়ে (devon Conway), ড্যারিল মিচেলের ব্যাটিং-এর সৌজন্যে ১৭৬ রান তুলে নিয়েছে তারা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং-এর শুরুটা একদমই ভালো হয় নি ভারতের। প্রথমে ঈশান কিষণ আর তার কিছুক্ষণ পরেই রাহুল ত্রিপাঠীকে হারিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ একদিনের সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল’কে (Shubman Gill) নিয়ে আশা রেখেছিলেন সমর্থকেরা। ভরসার মর্যাদা দিতে পারলেন না তিনি। অল্প রানেই ফিরলেন প্যাভিলিয়নে।

টি-২০ তে রানের দেখা নেই শুভমানের ব্যাটে-

Shubman Gill | image: twitter

একদিনের ক্রিকেট হোক বা টেস্ট, গত কয়েকমাসে আগুনে ফর্ম দেখা গিয়েছে শুভমান গিলের (Shubman Gill) ব্যাটে। একের পর এক শতরান করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে একটি শতরান করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আরও খানিক এগিয়ে করেছিলেন একটি অসামান্য দ্বিশতরান, সাথে আরও একটি শতরান। দ্রুততম ক্রিকেটার ODI-তে হিসেবে ১০০০ রানের গণ্ডী পেরিয়েছিলেন। হয়েছিলেন সিরিজের সেরা ক্রিকেটারও। একদিনের ক্রিকেট বা টেস্টে রান এলেও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে শান্ত রয়েছে শুভমানের (Shubman Gill) ব্যাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের শেষটিতে ৩৬ বলে ৪৬ রান ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেন নি তিনি। আজ দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে কোনোরকম ভরসা দিতে পারলেন না তিনি। তাঁকে বোকা বানিয়ে সাজঘরে ফিরত পাঠালেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। বাঁ-হাতি অফস্পিনারের বলের টার্ণ অনুমান করতে পারেন নি তিনি। আগেই ঠিক করে নিয়েছিলেন পুল মারবেন। নিয়ন্ত্রণ না থাকায় বল লাগে ব্যাটের উপরের দিকে কোণে, যাকে ক্রিকেটের পরিভাষায় বলা হয় টপ এজ। তা সরাসরি জমা পড়ে ফিন অ্যালেনের (Finn Allen) হাতে। ৬ বলে ৭ রান করেই ফিরতে হলো শুভমান’কে।

দেখে নিন শুভমান গিলের উইকেটটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *