ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ (IND vs NZ) চলছে। এ দিন ইন্দোরে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে কিউয়ি দল। প্রথমে ব্যাট করে দুরন্ত করে শুরু করেছে ভারতীয় দল। ওপেন করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের মারকুটে ব্যাটিং করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মার পুরনো মেজাজে দেখা গেছে। মারকাটারি ব্যাটিং করে দীর্ঘদিন পর সেঞ্চুরি করেছেন তিনি। ৮৫ বলে ৯ চার ও ৬ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি এই ম্যাচে ডাবল সেঞ্চুরি করবেন কিন্তু ব্রেসওয়েলের হাতে ক্লিন বোল্ড হন তিনি। তবে এর আগে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি।
শুরু থেকে মারকুটে মেজাজে ছিলেন রোহিত
উল্লেখযোগ্যভাবে, ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাটে অনেক দিন সেঞ্চুরি দেখা যায়নি। ১৯ জানুয়ারী ২০২২-এ তিনি তার শেষ ওডিআই সেঞ্চুরি করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। সেই সঙ্গে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে এই রান খরার অবসান ঘটিয়েছেন তিনি। এখন তার নামের পাশে রয়েছে ৩০টি সেঞ্চুরি। সেঞ্চুরির নিরিখে তিনি রিকি পন্টিংয়ের সমান। এখন তার থেকে এগিয়ে শুধুমাত্র বিরাট কোহলি ও শচীন তেন্ডুলকার।
দেখুন তার শতরানের ভিডিও:
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) January 24, 2023