IND vs NZ: প্রথম ম্যাচে রাঁচিতে নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হারতে হয়েছিলো ভারতকে। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে বেশ চাপে ‘টিম ইন্ডিয়া।’ সিরিজে টিকে থাকতে হলে লক্ষ্ণৌ’র দ্বিতীয় ম্যাচটি জিততেই হবে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের। রাঁচির ম্যাচে স্পিনারদের বিপক্ষে চাপে পড়তে হয়েছিলো ভারতের ব্যাটারদের। কিউইদের জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন স্যান্টনার, সোধি, ব্রেসওয়েল’রা। আজ দ্বিতীয় ম্যাচে স্পিন মন্ত্রে আস্থা রাখলো ‘মেন ইন ব্লু’ও। অতিরিক্ত স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহালকে খেলান কোচ রাহুল দ্রাবিড়। টসে জিতে আজ প্রথম ব্যাটিং নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের বোলারদের দাপটে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। স্কোরবোর্ডে রানের পুঁজি বিশেষ না থাকায় ফের একবার বোলারদের দিকেই তাকিয়ে ব্ল্যাক ক্যাপসরা। গত ম্যাচের মত আজকেও দুর্দান্ত পারফর্ম করছেন কিউই বোলাররা। ঈশান কিষণ, শুভমান গিলকে আগেই হারিয়েছিলো ‘টিম ইন্ডিয়া।’ সোধির বলে উইকেট খোয়ালেন রাহুল ত্রিপাঠী’ও।
ত্রিপাঠীকে তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিলেন সোধি-
খাতায় কলমে মাত্র ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে ভারত। তা সত্ত্বেও এক ম্যাচে ‘টিম ইন্ডিয়া’কে এখনও ফেভারিট বলার আগে দুইবার ভাববেন সমর্থকেরা। লক্ষ্ণৌর পিচে টার্ন আদায় করে নিয়ে ভারতকে শুরুতেই চাপে ফেলে দিয়েছেন কিউই স্পিনাররা। ব্রেসওয়েলের বলে ফিরে যান শুভমান গিল (Shubman Gill)। রান আউট হন ঈশান কিষণ’ও (Ishan Kishan)। তিন নম্বরে ব্যাট করতে নামা রাহুল ত্রিপাঠীর থেকে বড় রানের ইনিংসের আশা করেছিলো দল। কিন্তু ব্যর্থ হলেন তিনিও। অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিপাঠীর ব্যাটে রানের ফোয়ারা দেখা গেলেও তার পর থেকেই রান পাচ্ছেন না তিনি। আজকেও চললো না ত্রিপাঠীর (Rahul Tripathi) ব্যাট। ১৮ বলে ১৩ রান করেই ফিরে যেতে হলো তাঁকে। মেরেছেন একটি মাত্র চার। কঠিন পিচে বড় শট খেলতে না পেরে অধৈর্য্য হয়ে উঠেছিলেন রাহুল। ঈশ সোধিকে (Ish Sodhi) স্যুইপ মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। ব্যাটের উপরের কোণায় লাগে বল। বাউন্ডারির বাইরে যাওয়ার বদলে বল ডিপ মিড উইকেটে গ্লেন ফিলিপসের হাতে জমা পড়ে। তৃতীয় উইকেট হারালো ভারত। রাহুল ত্রিপাঠীকে তুলে নিয়ে ম্যাচে নিউজিল্যান্ডের প্রত্যাবর্তনের আশা জাগিয়ে রাখলেন ঈশ সোধি।
দেখে নিন রাহুল ত্রিপাঠীর উইকেটটি-
— pratyay dey (@DeyPratyay) January 29, 2023