IND vs NZ: “কবে সুযোগ পাবেন পৃথ্বী শ?...” প্রথম টি-২০তে ভারতীয় একাদশ সামনে আসার পর একটাই প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায় !! 1

IND vs NZ: একদিনের সিরিজে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর আরও একবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট টি-২০’র লড়াইতে ‘মেন ইন ব্লু’র প্রতিপক্ষে এবার কিউইরা। গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের মাটিতে তাদের টি-২০ সিরিজে হার‍ইয়েছিলো ভারতীয় দল। সাফল্যের সেই ধারা দেশের মাঠে অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর ঈশান কিষণ, উমরান মালিকরা। কুড়ি-বিশের ক্রিকেট থেকে আরও একবার অব্যাহতি নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়ররা। ব্যক্তিগত কারণে ভারতীয় দলে নেই কে এল রাহুল,অক্ষর প্যাটেলও। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে ‘ব্ল্যাক ক্যাপস’দের হারাতে মাঠে নামতে চলেছেন ভারতের তরুণ ব্রিগেড। অন্যদিকে কেন উইলিয়ামসন (Kane Williamson), টিম সাউদীর (Tim Southee) অনুপস্থিতিতে কিউই দলের নেতার দায়িত্ব রয়েছে মিচেল স্যান্টনারের (Mitchell Santner) কাঁধে। একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আত্মসন্মানে যে আঘাত লেগেছে নিউজিল্যান্ডের, সেই ক্ষত সারাতে কুড়ি-বিশের ক্রিকেটে ঘুরে দাঁড়াতে মরিয়া তারাও। সবমিলিয়ে হাড্ডাহাড্ডি ক্রিকেটের সবরকম মাল-মশলা মজুত রয়েছে এই খেলায়। রাঁচির মাঠে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেও প্রথম একাদশে জায়গা হয় নি পৃথ্বী শ’র।

দীর্ঘ হলো পৃথ্বীর অপেক্ষা, সুযোগ না মেলায় তাঁর পাশে সমাজমাধ্যম-

Prithvi Shaw | image: twitter
Prithvi Shaw could not find himself a place in the Indian line up against New Zealand

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন তরুণ টি-২০ দলের কাছে আরও একবার পরীক্ষা নিজেদের আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি বলে প্রমাণ করার। নিউজিল্যান্ডে গিয়ে বৃষ্টিবিঘ্নিত সিরিজে ১-০ ফলে জেতের অভিজ্ঞতা রয়েছে হার্দিকবাহিনীর। দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও রয়েছে জয়ের অভিজ্ঞতা। এবার নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ধরাশায়ী করে সাফল্যের মুকুটে আরও একটা পালক যোগ করতে মাঠে নামবেন উমরান মালিক (Umran Malik), কুলদীপ যাদব’রা (Kuldeep Yadav)। রাঁচিতে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক। শিশিরের সমস্যাকে মাথায় রেখে প্রথম ম্যাচে ঝুঁকি নেওয়ার পথে হাঁটেন নি তিনি। শ্রীলঙ্কা সিরিজে ওপেনিং করতে নেমে বিশেষ সফল না হলেও টি-২০ তে শুভমান গিল’কে (Shubman Gill) আরও একটা সুযোগ দিয়েছে ভারতীয় দল।একদিনের ক্রিকেটে আগুনে ফর্ম দেখানোর পুরষ্কার পেয়েছেন পাঞ্জাবের তরুণ ব্যাটার। শুভমান দ্বিতীয় সুযোগ পেলেও কপাল খুললো না পৃথ্বী শ-এর (Prithvi Shaw)।শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি মাত্র টি-২০ ম্যাচে সুযোগ মিলেছিলো তাঁর। সেখানে শূণ্য রানে আউট হওয়ার পর কুড়ি-বিশের ক্রিকেটে প্রথম একাদশে জায়গা পান নি পৃথ্বী। প্রায় ৩ বছর পর স্কোয়াডে নাম থাকলেও আজও মাঠে নামার সুযোগ পেলেন না পৃথ্বী। শুভমান’কে (Shubman Gill) একটানা ক্রিকেট থেকে খানিক বিশ্রাম দিয়ে পৃথ্বী’কে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া যেত বলে মনে করছেন নেটনাগরিকেরা। ঘরোয়া ক্রিকেটে পৃথ্বীর টি-২০ রেকর্ড বেশ ভালো, নিজেকে মেলে ধরতে পারলে আগামীতে উপকার হত ভারতেরই, এমনটাই মত তাঁদের। বাইরে রয়েছে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), মুকেশ কুমারের (Mukesh Kumar) মত নাম’ও। তবে বাইশ গজে বল পড়ার আগে পৃথ্বীর নামই প্রতিধ্বনিত হচ্ছে সমাজমাধ্যমের দেওয়াল জুড়ে।

দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *