IND vs NZ

IND vs NZ: ওয়ানডে সিরিজ এখন অতীত। লড়াই চলছে কুড়ি-বিশের। সেই উত্তেজনাকে আরও কয়েক গুন বাড়িয়ে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই মুহুর্তে সিরিজের ফলাফল ১-১। তাই বুধবারের ম্যাচটি যারাই জিতবে তাদের হাতে উঠবে কাপ। এই সিরিজের প্রথম ম্যাচটি হয় রাঁচিতে। সেই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে যায় কিউয়িরা। তবে তার পরের ম্যাচেই লখনউতে নিউজিল্যান্ডকে পর্যুদস্ত করে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। সেই ম্যাচে কিউয়ি ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেয় টিম ইন্ডিয়ার বোলিং ব্রিগেড। তাই বলা যেতেই পারে যাবে তৃতীয় ম্যাচের আগে দুই দলই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বলা যেতেই পারে এই লড়াইয়ে কেউ ফেভারিট নয়। সব মিলিয়ে এটা জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় থাকবেন দুই দেশের সমর্থকরা।

IND vs NZ Narendra Modi Stadium, Ahmedabad Weather and Pitch Report:

IND vs NZ: সিরিজ জিততে মরিয়া ভারত দেবে এই দাবার চাল, কাপ তুলতে দলে এন্ট্রি পাচ্ছেন এই তুখোড় খেলোয়াড় !! 1

ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। মূলত ব্যাটিং পিচ হলেও এই মাঠের উইকেট থেকে স্পিনাররা সবসময় সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই স্পিন বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। এই ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের সময়ে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৩৯ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। ম্যাচের সময় ২১ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে।

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে টিম ইন্ডিয়া

IND vs NZ: সিরিজ জিততে মরিয়া ভারত দেবে এই দাবার চাল, কাপ তুলতে দলে এন্ট্রি পাচ্ছেন এই তুখোড় খেলোয়াড় !! 2

ভারত বনাম নিউজিল্যান্ডের টি-২০’র লড়াইয়ে বিপক্ষ দেশটির থেকে সামান্য এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের জন্য মাঠে নামার আগে এই দুই দল মোট ২৪ বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এর মধ্যে ভারত জিতে নিয়েছে ১৩টি ম্যাচ। অন্যদিকে, ১০টি ম্যাচ জিতে নিয়েছে কিউয়ি দল। ১টি ম্যাচের কোন ফলাফল পাওয়া যায়নি। সব মিলিয়ে একটা লড়াকু ম্যাচ বুধবার দেখা যেতে পারে।

ভারতের সম্ভাব্য সেরা একাদশ

শুভমান গিল, ইশান কিষাণ (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, আরশদীপ সিং, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *