IND vs NZ: নাটকীয় মোড়ে এসে উপস্থিত হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। এর আগে একদিনের ক্রিকেটে কিউইদের উড়িয়ে দিয়েছিলো ভারতীয় দল। সহজেই ৩-০ ফলে জিতে নিয়েছিলো ট্রফি। সেই কারণেই কুড়ি-বিশের সিরিজে ভারতকেই ফেভারিট বলছিলেন বিশেষজ্ঞরা। রাঁচিতে প্রথম ম্যাচে সকল হিসেবনিকেশ উলটে ভারতকে ২১ রানে হারায় ব্ল্যাক ক্যাপস’রা। ওয়াশিংটন এবং সূর্যকুমার (Suryakumar Yadav) খানিক লড়াই করলেও শেষ হাসি হাসেন কিউই স্পিনাররা। দুরন্ত বোলিং করেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। লক্ষ্ণৌতে দ্বিতীয় ম্যাচেও হাড্ডহাড্ডি লড়াই দেখলো ক্রিকেটবিশ্ব। স্কোরবোর্ডে মাত্র ৯৯ রান নিয়েও সমানে সমানে লড়াই করলো নিউজিল্যান্ড। এক বল বাকি থাকতে জয় পায় ভারত। সিরিজে সমতা ফেরায় ‘টিম ইন্ডিয়া।’ তৃতীয় এবং শেষ ম্যাচটি হওয়ার কথা আহমেদাবাদে। সিরিজের ফলাফল এখনও অব্দি ১-১ থাকায় এই ম্যাচটি কার্যত পরিণত হয়েছে ফাইনালে। এই ফাইনাল জিতে সিরিজ নিজেদের ঘরে তুলতে বদ্ধপরিকর দুই দলই। হাইভোল্টেজ দুই দলের লড়াইতে কি বাধা সৃষ্টি করতে পারে আবহাওয়া? লক্ষ্ণৌর মন্থর, ঘূর্ণি পিচ নিয়ে চলছে বিতর্ক। সেই আবহেই আহমেদাবাদের পিচও কি ভিলেন হয়ে উঠতে পারে আগামী বুধবার? সকল প্রশ্নের হদিশ রইলো এই প্রতিবেদনে।
IND vs NZ সময়সূচী-
তৃতীয় টি-২০ ম্যাচ
স্থান- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
তারিখ- ০১/০২/২০২৩
সময়- সন্ধ্যে ৭ টা (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজে এখনও অব্দি শাসন করছেন স্পিনাররা, গত ম্যাচে মোট ৩৯.৫ ওভারের মধ্যে ৩০ ওভার বল হাতে দেখা গিয়েছে স্পিনারদের। রাঁচি, লক্ষ্ণৌর পর আহমেদাবাদেও স্পিন সহায়ক পিচ দেখতে পাওয়ার সম্ভাবনা। আহমেদাবাদের মাঠে সাধারণত খুব বেশী রান উঠতে দেখা যায় না। প্রথম ইনিংসের গড় স্কোর ১৫২। দ্বিতীয় ইনিংসে তা নেমে হয় ১৪৫। যদিও এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ২২৪ রান করার নজির রয়েছে। নবনির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৯টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখনও অব্দি। এর মধ্যে ৫টিতে প্রথম ব্যাট করা দল জয়লাভ করেছে। আর ৪টিতে রান তাড়া করে এসেছে জয়। আহমেদাবাদের পিচে ব্যাটাররা খানিক সময় নিয়ে থিতু হয়ে গেলে বড় শট খেলা সহজ হয়ে যায়। এই মাঠেও শিশির হার-জিতের ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। সেই কারণে টসজয়ী অধিনায়ক প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিং-এর আহ্বান জানাতে পারেন।
Ahmedabad Weather Forecast (আবহাওয়া রিপোর্ট)-

বুধবার অর্থাৎ খেলার দিক আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন ঘটার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। তবে খেলা যেহেতু সন্ধ্যেবেলায়, সেহেতু ম্যাচ চলাকালীন তাপমাত্রা আরও খানিক নীচে থাকার সম্ভাবনা। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩৯ শতাংশের আশেপাশে থাকার সম্ভাবনা। এছাড়াও খেলার দিনে হাওয়ার গতিবেগ ২১ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা। মনোরম আবহাওয়ায় নির্ণায়ক টি-২০’র আনন্দ উপভোগ করতে পারবেন বিশ্বের অগণিত ক্রিকেটপ্রেমী।