IND vs NZ Live Streaming: কবে, কখন, কোথায় দেখবেন ভারত-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই ? জেনে নিন 1

IND vs NZ: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পরাজয়ের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজও এখন অতীত। এবার শুক্রবার ইডেন পার্কে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিউয়িদের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজ জিতে নেওয়ার পর এই ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। আগের সিরিজের মতোই রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামবে তারা। ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। অন্যদিকে, ফিন অলেন, ম্যাট হেনরিদের মতো ক্রিকেটারদের নিয়ে ফের মাঠে নামতে চলেছে নিউজিল্যান্ড। তার থেকেও বড় বিষয় হল, শেষ টি-২০ ম্যাচ না খেলার পর শুক্রবার ইডেন পার্কে ফিরতে চলেছেন দলের অধিনায়ক তথা তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। কেনের দলে ফেরাটা অবশ্যই টিমকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। সব মিলিয়ে শুক্রবারের ম্যাচে অসাধারণ একটি ম্যাচ দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা।

IND vs NZ Eden Park, Auckland: (পিচ রিপোর্ট) 

IND vs NZ Live Streaming: কবে, কখন, কোথায় দেখবেন ভারত-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই ? জেনে নিন 2

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ইডেন পার্কে। এই মাঠের উইকেট থেকে পেসাররা সবসময় সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই পেস বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। শুক্রবার অনুষ্ঠিত হতে চলা এই লড়াইয়ে টসজয়ী দলের অধিনায়ক প্রতিপক্ষ’কে আগে ব্যাট করতে পাঠাতে পারেন। বাইশ গজ ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে।

IND vs NZ Eden Park, Auckland: (আবহাওয়া রিপোর্ট)

শুক্রবার, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের সময়ে তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৬১  শতাংশ। খেলা চলাকালীন ১০ শতাংশ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময় ৩১ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা মারকাটারি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

ভারত বনাম নিউজিল্যান্ড সম্ভাব্য প্লেয়িং 11

IND vs NZ Live Streaming: কবে, কখন, কোথায় দেখবেন ভারত-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই ? জেনে নিন 3

ভারত (IND): শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, আরশদীপ সিং, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব

নিউজিল্যান্ড (NZ): ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, টিম সাউদি, লকি ফার্গুসন

ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ স্ট্রিম/ সরাসরি: ম্যাচের সময়সূচী (IND vs NZ Match Live Stream)

ম্যাচ – ভারত বনাম নিউজিল্যান্ড

তারিখ – ২৫ নভেম্বর, শুক্রবার

ভেন্যু – ইডেন পার্ক, অকল্যান্ড

সময় – সকাল ৭:০০

কোথায় দেখবেন ম্যাচ – ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচটি অকল্যান্ডের ইডেন পার্কে ২৫ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকাল ৭:০০ টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচারটি ডিডি স্পোর্টস চ্যানেলে পাওয়া যাবে। লাইভ স্ট্রিমিং অ্যামাজন প্রাইম অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a comment

Your email address will not be published.