IND vs NZ: রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যকফুটে ভারত, মিলনে'র বাউন্সারে আহত ঈশান কিষণ !! 1

IND vs NZ: ওয়েলিংটনে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পর মাউন্ট মাঙ্গানুইয়াতে এসেছিলো জয়। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে ভারত এসেছে নেপিয়ারে। বিশ্বকাপের সেমিফাইনালে যন্ত্রণার হার ভুলতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতা অত্যন্ত জরুরী ভারতীয় দলের কাছে। রহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়রদের অবর্তমানে অগ্নিপরীক্ষা অস্থায়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়ার কাছেও। একদম তরুণ’কে সাথে নিয়ে মাঠে নামছেন তিনি। গত ম্যাচে সূর্যকুমার যাদবের দুর্দান্ত শতরান আর দীপক হুডা’র দুরন্ত বোলিং-এ ভর দিয়ে ম্যাচ পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। আজ সিরিজের শেষ ম্যাচ জিতলেই সিরিজ ঢুকবে ভারতের ঘরে। অন্যদিনে নিজেদের ঘরে মাঠে পিছিয়ে পড়েছে নিউজিল্যান্ড। শারীরিক কারণে ছিটকে গিয়েছেন তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন’ও। সিরিজে হার বাঁচাতে মরিয়া হয়ে নামবেন ডেভন কনওয়ে, টিম সাউদী’রা। নেপিয়ারে হাড্ডাহাড্ডি ম্যাচে আগে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন কিউই দলের আজকের অধিনায়ক টিম সাউদী। নিউজিল্যান্ডের ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে ভারত। ইনিংসের গোড়াপত্তন করতে এসে আহত হলেন ঈশান কিষণ(Ishan Kishan)।

মিলনের বলে আহত কিষণ-

Ishan Kishan | image: twitter
Ishan Kishan got hit by Adam Milne’s short bal in the 3rd T20i

নিউজিল্যান্ডের দেওয়া ১৬১ রানের লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে ধুন্ধুমার শুরু করাই পাখির চোখ করেছিলেন ভারতের দুই ওপেনার ঈশান কিষণ এবং ঋষভ পন্থ। প্রথম ওভারে টিম সাউদী’কে ছক্কা হাঁকিয়ে দিয়েছিলেন কিষণ। তবে অ্যাডাম মিলনের বলে আঘাত পেলেন তিনি। মিলনের ১৪০.৭ কিলোমিটার প্রতি ঘন্টা গতির শর্ট বল পুল মারতে গিয়ে লেন্থ মিস করায় তা এসে আঘাত করে কিষণের কাঁধে। যন্ত্রণায় খেলা থামিয়ে দেন তিনি। ডাগ আউট থেকে ছুটে আসতে হয় ফিজিও’কে। ম্যাজিক স্প্রে’র গুণে আবার স্টান্স নিয়ে দাঁড়ালেও দীর্ঘায়িত হয় নি তাঁর ইনিংস। মিলনের বলেই আউট হয়েছেন কিষণ।

দেখে নিন ঈশান কিষণের চোট লাগার ভিডিও’টি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *