IND vs NZ: একদিনের সিরিজে যেভাবে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো ভারতীয় দল, তাতে টি-২০ ক্রিকেটেও ‘টিম ইন্ডিয়া’র বিরুদ্ধে তাদের নিয়ে বিশেষ আশার আলো দেখতে পারছিলেন না কেউই। কিন্তু খেলাটার নাম ক্রিকেট, যাকে মহান অনিশ্চয়তার খেলা বলেই চেনে দুনিয়া। বাইশ গজে সব হিসেব উল্টেপাল্টে দিয়ে ‘মেন ইন ব্লু’কে রাঁচিতে প্রথম টি-২০ ম্যাচে ধরাশায়ী করেছে মিচেল স্যান্টনারের কিউই দল। টসজয়ী ভারত অধিনায়ক হার্দিকের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে কনওয়ে, ড্যারিল মিচেলের জোড়া অর্ধশতকের সুবাদে ১৭৬ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ব্ল্যাক ক্যাপসদের স্পিন আক্রমণের উত্তর খুঁজে পায় নি ‘টিম ইন্ডিয়া।’ সূর্যকুমার এবং ওয়াশিংটন সুন্দর খানিক লড়াই চালালেও টপ অর্ডারের ব্যর্থতা কাল হয়ে দাঁড়ালো ভারতীয় দলের সামনে। ২১ রানে হারতে হয়েছে হার্দিকবাহিনী’কে। একই সাথে গতকালের হারের ফলে লক্ষ্ণৌ’তে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ‘ডু অর ডাই’ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। জিতলে সিরিজে অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে, আর হারলে ঘরের মাঠে জুটবে সিরিজ হারের লজ্জা। এখনও অব্দি হার্দিকের নেতৃত্বে কখনও সিরিজ হারে নি ভারত, সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে গেলে লক্ষ্ণৌতে জিততেই হবে দল’কে। অন্যদিকে একদিনের ক্রিকেটে নাস্তানাবুদ হওয়া নিউজিল্যান্ড দেশে ফেরার আগে কুড়ি-বিশের সিরিজ জিতে হৃত আত্মসন্মান পুনরুদ্ধার করতে মরিয়া। সবমিলিয়ে এক হাড্ডহাড্ডী ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
IND vs NZ সময়সূচী-
দ্বিতীয় টি-২০ ম্যাচ
স্থান- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম।
তারিখ- ২৯/০১/২০২৩, রবিবার।
সময়- সন্ধ্যে ৭ টা (ভারতীয় সময়)
Lucknow Pitch Report (পিচ রিপোর্ট)-

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচটি খেলা হবে লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে। পরিসংখ্যান বলছে যে এই মাঠে হওয়া ৮টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ প্রথমে ব্যাট করা দল জিতেছে। রান তাড়া করে জয় এসেছে ৩ বার। প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৭ রান। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা কমে দাঁড়ায় ১২৯ রানে। লক্ষ্ণৌর পিচ থেকে সাধারণত ব্যাটার এবং বোলার উভয়েই সাহায্য পায়। সেক্ষেত্রে সেয়ানে সেয়ানে মোকাবিলা দেখা যেতে পারে ব্যাট এবং বলের মধ্যে। প্রথমে ব্যাট করে জয়ের সংখ্যা বেশী হলেও যেহেতু শীতকালে ম্যাচ, সেই কারণে শিশিরের সমস্যাকে মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
Lucknow Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও খেলার দিন অর্থাৎ রবিবার বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বরং আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা। যেহেতু ম্যাচ সন্ধ্যেবেলা, সেহেতু পিচ বা আউটফিল্ড শনিবারের বৃষ্টিতে ভিজলেও শুকিয়ে যাওয়ার যথেষ্ঠ সময় পাবে। ক্রিকেটের পথে ভেজা পিচ বা আউটফিল্ড কোনোরকম বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন বিশষজ্ঞরা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রী সেলসিয়ামের আশাপাশে। সর্বিনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। ৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা’র পরিমাণ থাকতে পারে ৭২ শতাংশ। ম্যাচের আগের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ম্যাচের দিন ৪০ ওভারের ক্রিকেট অ্যাকশন দেখতে পাওয়ার আশা করতেই পারেন দুই দলের সমর্থকেরা।
দুই দলের সম্ভাব্য একাদশ (IND vs NZ Probable XI)-
ভারত-
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষন (উইকেটরক্ষক), পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, দীপক হুডা, শিভম মাভি, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, উমরান মালিক।
নিউজিল্যান্ড-
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, ঈশ সোধি, জেকব ডাফি, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।
ম্যাচের সেরা ব্যাটার-
সূর্যকুমার যাদব-
টি-২০ ক্রিকেটে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। গত বছরে ১১০০’র বেশী রান এসেছে তাঁর ব্যাটে। করেছিলেন দুটি আন্তর্জাতিক শতরানও। এই বছর ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি অর্ধশতক এবং একটি শতরান করে ফেলেছেন তিনি। পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০তে ভারত হারলেও ৪৭ রানের চমৎকার একটি ইনিংস এসেছিলো সূর্যকুমারের ব্যাট থেকে। ‘মাস্ট উইন’ ম্যাচে আরও একবার জ্বলে ওঠার সম্ভাবনা সূর্যকুমারের। লক্ষ্ণৌ’তে ব্যাট হাতে তিনিই হয়ে উঠতে পারেন ভারতের জয়ের চাবিকাঠি।
ম্যাচের সেরা বোলার-
মিচেল স্যান্টনার-
রাঁচিতে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান দিয়েছিলেন মিচেল স্যান্টনার। পাশাপাশি এই সিরিজে কিউই দলের অধিনায়ক তুলে নিয়েছিলেন দু’টি গুরুত্বপূর্ণ উইকেট’ও। নিয়মিত আইপিএল খেলেন বলে ভারতীয় উপমহাদেশের পিচের সঙ্গে পরিচিত স্যান্টনার। ভারতের মাটিতে বরাবর তাঁর পারফর্ম্যান্সও ভালো। রাঁচির দুর্দান্ত ফর্ম তিনি লক্ষ্ণৌতেও ধরে রাখতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞ’রা।
IND vs NZ ম্যাচের সম্ভাব্য ফলাফল-
ম্যাচ জিতবে ভারত। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ভুলত্রুটি শুধরে নিতে পারবে ভারতীয় দল। ঘরের মাঠে সিরিজ হারাতে নারাজ অধিনায়ক হার্দিক বা কোচ দ্রাবিড়। সেই কারণেই আগামী ম্যাচে মরিয়া হয়ে মাঠে নামবে ‘মেন ইন ব্লু।’ দুর্দান্ত লড়াইয়ের শেষে জয় ছিনিয়ে আনবে ভারতই।
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, দুই দলের সাম্প্রতিক ফল এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ভবিষ্যদ্বাণী করার সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।