IND vs NZ: “আর সুযোগ দেবো না…” রাঁচিতে ফের একবার মেজাজ হারালেন হার্দিক ! অধিনায়কের তোপে এবার কুলদীপ যাদব !! 1

IND vs NZ: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। একদিনের সিরিজ সহজেই জিতে নেওয়ার পর কুড়ি-বিশের ক্রিকেটেও সাফল্যের ধারা অক্ষুণ্ণ রাখাই লক্ষ্য ছিলো দলের। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে একঝাঁক তরুণ ক্রিকেটারদের সাথে নিয়ে মাঠে নেমেছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু ODI-এর ছন্দ ধরে রাখতে পারলেন না ‘টিম ইন্ডিয়া’র ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে হারের মুখ দেখতে হলো তাঁদের। দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিলো ‘মেন ইন ব্লু’র জন্য। টসে জিতেছিলেন অধিনায়ক হার্দিক (Hardik Pandya)। রাঁচিতে গত তিনটি ম্যাচের মধ্যে রান তাড়া করে জয় এসেছিলো দু’টিতে। সেই পরিসংখ্যান নিশ্চয়ই মাথায় ছিলো হার্দিকের। পাশাপাশি শিশিরের সমস্যার কথা ভেবে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। সেই সিদ্ধান্তই দিনের শেষে ব্যুমেরাং হয়ে ফিরলো। ডেভন কনওয়ে (Devon Conway), ড্যারিল মিচেলদের (Daryl Mitchell) ব্যাটে রানের সৌজন্যে ১৭৬ রান তোলে কিউইরা। জবাবে স্যান্টনার-ব্রেসওয়েলদের স্পিনের উত্তর খুঁজে না পেয়ে ২১ রানে হারলো ভারত। ম্যাচ হারার সাথে সাথে আরও একবার বিতর্কেও জড়ালেন হার্দিক। ভারত অধিনায়ককে ফের একবার মাঠে মেজাজ হারাতে দেখা গেলো। এবার তাঁর নিশানায় ‘চায়নাম্যান’ বোলার কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

দলে দরজা বন্ধ হচ্ছে কুলদীপের? বলছেন হার্দিক-

Hardik Pandya | image: twitter
India captain Hardik Pandya was unhappy with Kuldeep Yadav

নিউজিল্যান্ডের ইনিংসের ১৫ তম ওভার চলছিলো তখন। ব্যাটিং করছিলেন ড্যারিল মিচেল (Daryll Mitchell)। ওভারের শেষ বলটিতে রিভার্স স্যুইপ খেলতে চেয়েছিলেন মিচেল। কিন্তু কুলদীপের ঘূর্ণির নাগাল পান নি তিনি। বল মিচেলের শরীর ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক ঈশান কিষণের (Ishan Kishan) দস্তানায়। বল কি ব্যাটে বা গ্লাভসে লেগেছে মিচেলের? এই দ্বিধার মুখে পড়েন ভারতের ক্রিকেটাররা। কুলদীপ নিজে আম্পায়ারের কাছে আপিল করেন, আপিলে যোগ দেন উইকেটরক্ষক ঈশানও। তাঁদের আপিলে অবশ্য কান দেন নি আম্পায়ার। মিচেল’কে নট-আউট ঘোষণা করেন তিনি। সিদ্ধান্ত পছন্দ হয় নি কুলদীপের (Kuldeep Yadav)। ডিআরএস-এর সাহায্য নিতে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অনুরোধ করেন তিনি। একটি ইনিংসে রিভিউ-এ সুযোগ মাত্র দুইবারই পেতে পারে দলগুলি। মূল্যবান এই রিভিউ ভুল কারণে খরচা করতে বিশেষ রাজী ছিলেন না হার্দিক। কুলদীপের অনুরোধে শেষমেশ রাজী হলেও তাঁকে সাবধানবাণী শোনাতে ভোলেন নি ভারত অধিনায়ক। বলেন, “যদি আউট না হয়, তাহলে আর সুযোগ দেবো না…।” ভাগ্য অবশ্য সুপ্রসন্ন হয় নি কুলদীপের (Kuldeep Yadav)। রিভিউ নিলেও দেখা যায় বল ব্যাট বা গ্লাভসে ছুঁয়ে ঈশান কিষণের দস্তানায় জমা পড়ে নি, বরং হাতের উপরের দিকে লেগেছে। নট-আউট থেকে যান মিচেল (Daryl Mitchell)। নিউজিল্যান্ডের ম্যাচ জয়েও বড় ভূমিকা নিলেন তিনি।

দেখে নিন ঘটনার ভিডিও-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *