IND vs NZ: “আমি ক্যাপ্টেন…” রিভিউ সিদ্ধান্ত নিয়ে হার্দিক’কে অগ্রাহ্য যুজবেন্দ্র চাহালের ! দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন অধিনায়ক ?? 1

IND vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে দুরন্ত জয় তুলে নেওয়ার পর টি-২০তে শুরুটা ভালো হয় নি ভারতীয় দলের। প্রথম টি-২০ ম্যাচে ২১ রানের হারের স্বাদ চাখতে হয়েছে ‘টিম ইন্ডিয়া’কে। প্রথম ইনিংসে ডেভন কনওয়ে (Devon Conway), ড্যারিল মিচেলের (Daryll Mitchell) অর্ধশতকের সৌজন্যে ১৭৬ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে JSCA আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউই স্পিনারদের নাগপাশে বন্দী হন ভারতীয় ব্যাটাররা। দুর্দান্ত বোলিং করেন ব্রেসওয়েল, ঈশ সোধিরা। অধিনায়কোচিত পারফর্ম্যান্সে ভারতকে ধরাশায়ী করেন মিচেল স্যান্টনার। প্রত্যাঘাতের চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ওয়াশিংটন সুন্দর। কিন্তু যথেষ্ঠ হয় নি তা। প্রথম ম্যাচে হেরে তিন ম্যাচের সিরিজে চাপের মুখে ভারতীয় দল। আজ লক্ষ্ণৌতে ম্যাচ হয়ে দাঁড়িয়েছে ‘ডু অর ডাই।’ সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে ‘মেন ইন ব্লু’কে। টসের সিদ্ধান্ত গেলো নিউজিল্যান্ডের পক্ষে। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। গত ম্যাচে হারের পর তোপের মুখে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। দলেও কি জনপ্রিয়তা কমেছে অধিনায়কের? আজ ম্যাচের গোড়াতেই একটি রিভিউ সিদ্ধান্ত নিয়ে যুজবেন্দ্র চাহালের প্রতিক্রিয়া থেকে উঠছে প্রশ্ন।

ম্যাচের হাল-হকিকত-

IND vs NZ | image: twitter
Indian spinners have put pressure on New Zealand batters in 2nd T20 at Lucknow

গত ম্যাচে কিউই ওপেনাররা ভারতকে সমস্যায় ফেললেও আজ শুরু থেকেই বল হাতে আক্রমণাত্মক টিম ইন্ডিয়া। আজকেও নতুন বল হাতে ইনিংস শুরু করেছিলেন অধিনায়ক হার্দিক (Hardik Pandya)। যদিও গত ম্যাচের পর আজও পেস তেমন প্রভাব বিস্তার করতে পারলো না লক্ষ্ণৌর পিচে। দ্বিতীয় ওভারে অর্শদীপের হাতে বল তুলে না দিয়ে ওয়াশিংটন’কে (Washington Sundar) আনেন ক্যাপ্টেন। চতুর্থ ওভারে বল করতে আসেন আজকের ম্যাচে দলে ফেরা যুজবেন্দ্র চাহাল। নিজের প্রথম ওভারটি উইকেট মেডেন দেন চাহাল (Yuzvendra Chahal)। রিভার্স স্যুইপ মারতে গিয়ে বোল্ড হলেন ফিন অ্যালেন (Finn Allen)। একই সাথে ৯১তম উইকেট নিয়ে ভুবনেশ্বর কুমারকে সরিয়ে ভারতের সফলতম টি-২০ বোলার হলেন তিনি। ডেভন কনওয়েকে (Devon Conway) আউট করে বড় ঝটকা দিলেন ওয়াশিংটন সুন্দরও। প্রতিবেদন লেখার সময় অব্দি তিন উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে নিউজিল্যান্ড। দীপক হুডার স্পিনের জাদুতে সাজঘরে ফিরেছেন গ্লেন ফিলিপস’ও।

হার্দিক’কে বলতে হলো তিনিই অধিনায়ক-

IND vs NZ | image: twitter
Hardik Pandya in discussion with fellow teammates during IND vs NZ 2nd T20

নিউজিল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভার চলছিলো তখন। ফিন অ্যালেন’কে স্পিনের জালে ফাঁসিয়ে সাজঘরে ফিরিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন যুজবেন্দ্র চাহাল। ক্রিজে ছিলেন নয়া ব্যাটার চাপম্যান। গত ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। স্বভাবতই খানিক চাপে ছিলেন তিনি। চাহাল’কে (Yuzvendra Chahal) স্যুইপ মারতে যান তিনি। চাপম্যানের জুতোর ডগায় লেগে প্রথম স্লিপে শুভমান গিলের হাতে যায় বল। আম্পায়ারের কাছে আপিল করেন ঈশান কিষণ এবং চাহাল। আম্পায়ারা নট-আউট দেওয়ায় রিভিউ নেওয়া উচিৎ কিনা সেই নিয়ে আলোচনা করছিলেন উইকেটরক্ষক ঈশান (Ishan Kishan) এবং লেগস্পিনার চাহাল। আলোচনায় যোগ দেন সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। আইসিসি’র নিয়ম অনুযায়ী ডিআরএস বা রিভিউ-এর সিদ্ধান্ত নিতে পারেন কেবল অধিনায়ক’ই। কিন্তু আজ রিভিউ আলোচনায় হার্দিক’কে ডাকার প্রয়োজনীয়তাই বোধ করেন নি চাহাল এবং ঈশান। ১৫ সেকেন্ড সময় থাকে রিভিউ চাওয়ার, তা দ্রুত বেরিয়ে যাচ্ছে দেখে ফিল্ডিং পজিশন থেকে ছুটে আসতে দেখা যায় হার্দিক’কে। নিজের দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করে কিছু বলতেও দেখা যায় তাঁকে। যেন বলছেন, “আমি অধিনায়ক। আমাকে বলো…।” শেষ অব্দি অবশ্য রিভিউ’র সিদ্ধান্ত নেয় নি ভারতীয় দল।

দেখে নিন ঘটনার ভিডিও-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *