IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদ এবং রায়পুরে প্রথম দুটি একদিনের ম্যাচে জয় তুলে নেওয়ার পর আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলতে নেমেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার পর শক্তিশালী নিউজিল্যান্ডকেও আজ হোয়াইটওয়াশ করার হাতছানি ভারতের সামনে। আজ জিতলে ইংল্যান্ডকে সরিয়ে বিশ্বর্যাঙ্কিং-এ পয়লা নম্বর স্থানটিও দখল করে নেবে ‘মেন ইন ব্লু।’ তাই জয়ের জন্য বাড়তি তাগিদ রয়েছে বিরাট কোহলি,রোহিত শর্মাদের। প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ১২ রানে জিতেছিলো ভারত, দ্বিতীয় ম্যাচে জয় আসে রান তাড়া করে। দুই ক্ষেত্রেই টস জিতেছিলেন ভারত অধিনায়ক রোহিত। আর আজকে হোলকার স্টেডিয়ামে টসের কয়েন পড়লো নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের পক্ষে। ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন ল্যাথাম। গত দুই ম্যাচেও ভারতকে ভরসা দিয়েছিলো রোহিত (Rohit Sharma) এবং শুভমান গিলের (Shubman Gill) ওপেনিং জুটি। আর সিরিজের শেষ ম্যাচেও ব্যাট হাতে নিজেদের আগুনে ফর্ম ধরে রাখলেন তাঁরা। দুই ডান হাতি ব্যাটারের তাণ্ডবে এরমধ্যেই বড় রানের দিকে অগ্রসর হতে শুরু করে দিয়েছে ‘টিম ইন্ডিয়া।’ বাইশ গজের দুই প্রান্ত থেকেই মাঠে উপস্থিত দর্শকরা সাক্ষী থাকছেন চার-ছক্কার ফুলঝুড়ির। দর্শকাসনে বসা তেমনই এক তরুণীর ভিডিও ভাইরাল হলো সমাজমাধ্যমে।
ইন্দোরে সুপারহিট হলেন হিটম্যান, গ্যালারিতে উদ্বেল তরুণী-
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে আঙুলে চোট পেলেও অসামান্য ৫৮ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। হতাশাজনক টি-২০ বিশ্বকাপের পর ভারত অধিনায়ক যে রানের বৃত্তে ফিরছেন তা সেদিনই বোঝা গিয়েছিলো। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও অর্ধশতক করেন রোহিত। অর্ধশতক করেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধেও। শতরান না এলেও রোহিতের ধুন্ধুমার ইনিংসগুলির সুবাদে দুর্দান্তভাবে ইনিংসের সূচনা করতে পেরেছে ভারতীয় দল। শ্রীলঙ্কা সিরিজেই প্রথমবার ওপেনিং শুরু করেছেন রোহিত এবং শুভমান। এখনও অব্দি দেশকে যথেষ্ঠ ভরসা দিতে পেরেছেন তাঁরা। আজকেও কিউইদের শুরুর ওভারগুলি থেকেই ব্যাকফুটে ঠেলে দিয়েছে শুভমান (Shubman Gill) এবং রোহিতের জুটি। কাট হোক বা ট্রেডমার্ক পুল, স্যান্টনার, ফার্গুসনদের নাস্তানাবুদ করে বড় ইন ইনিংস খেলার পথে রোহিত এবং শুভমান। এরই মধ্যে অধিনায়ক রোহিতের (Rohit Sharma) একটি শর্ট আর্ম পুল শট ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভারতীয় ইনিংসের ১৪তম ওভারে বল করছিলেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। স্যান্টনারের শর্ট বল মিড উইকেট বাইন্ডারির ওপর দিয়ে মাঠের বাইরে উড়িয়ে দেন হিটম্যান। গ্যালারিতে নেচে ওঠেন দর্শকেরা। সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ধরে এক তরুণীকে। পিচ রঙা টপ এবং কালো জিন্সে সজ্জিত তরুণী হিটম্যানের ছক্কা দেখে আবেগ ধরে রাখতে পারেন নি। গ্যালারিতেই বাঁধনহারা হয়ে নাচতে দেখা যায় তাঁকে। মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিওটি।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও-
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) January 24, 2023