IND vs NZ: টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম্যান্সের পর ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে নিউজিল্যান্ডে। টি-২০ সিরিজ ইতিমধ্যেই ১-০ ফলে জিতে নিয়েছে ‘টিম ইন্ডিয়া’, কিন্ত্য অঘটন ঘটে গিয়েছে একদিনের সিরিজে। প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিলো শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ’টি ভেস্তে গিয়েছে বৃষ্টি’তে। তিন ম্যাচের সিরিজে বাকি আর মাত্র একটি ম্যাচ। কিউইদের মাটিতে জোড়া সিরিজ জয়ের স্বপ্নে থাবা বসিয়েছে বৃষ্টি। এখন সিরিজে সমতা ফেরাতে গেলে ক্রাইস্টচার্চের ম্যাচটি জিততেই হবে ঋষভ পন্থ, উমরান মালিকদের। সন্মানরক্ষার লড়াই জিততে ভারত’কে আরও একবার নিজেদের তরুণ প্রতিভাদের ওপরেই ভরসা করতে হবে। ‘টিম ইন্ডিয়া’র নিউজিল্যান্ড সফরের গোড়া থেকেই ক্রিকেটের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। আবহাওয়ার কারণে একটি টি-২০ সম্পূর্ণ পরিত্যক্ত হয়, আরেকটিতে খেলা শেষ করা যায় নি। খেলা শেষ হয় নি গতদিনের ম্যাচেও। ক্রাইস্টচার্চেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাই মাঠে নামার আগেই খানিক চাপে ভারতীয় দল। টসের ফলাফল’ও আজ তাদের বিপক্ষে গিয়েছে। টানা তিন ম্যাচে টস জিতলেন কেন উইলিয়ামসন। আজও তিনি ভারত’কে আগে ব্যাট করতে পাঠিয়েছেন। বড় রানের প্রত্যাশায় ধাওয়ানের(Shikhar Dhawan) দিকে তালিয়ে ছিলো ভারত। আউট হলেন তিনিও।
আউট হলেন ধাওয়ান, সাফল্যের স্বাদ পেলেন মিলনে-

প্রথম ম্যাচে স্কোরবোর্ডে ৩০৬ রান তুলেও হারতে হয়েছিলো ভারত’কে। তাই নিউজিল্যান্ডের রান তাড়া করার ক্ষমতার কথা মাথায় রেখে আজ আরও বড় রান তোলার দিকে নজর রয়েছে ভারতের। সেই লক্ষ্যে সফল হতে দরকার ছিলো ওপেনারদের সাফল্য। তবে আজ আর তা দেখা গেলো না। শুরুতেই ২২ বলে ১৩ করে আউট হয়েছিলেন শুবমান গিল(Shubman Gill)। তিনি আউট হওয়ার পর অধিনায়ক ধাওয়ানের দিকেই তাকিয়ে ছিলেন সকলে। ক্রাইস্টচার্চে বড় রান এলো না তাঁর কাছ থেকেও। সাউদী’কে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে দিনের শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু হার মানতে হলো অ্যাডাম মিলনের(Adam Milne) কাছে। স্টেপ আউট করে মিলনে’কে মারতে গিয়ে ব্যাটের ভিতরের দিকে বল লাগে ধাওয়ানের(Shikhar Dhawan)। সেই বল সোজা গিয়ে আছড়ে পড়ে উইকেটে। বোল্ড হয়ে ৪৫ বলে ২৮ রান করে সাজঘরে ফিরতে হলো ভারত অধিনায়ক’কে। মেরেছেন ৩ টি চার এবং একটি ছক্কা। ৫৫ রানের মধ্যে দুই উইকেট হারিয়েছে ভারত। দুটি উইকেট’ই নিয়েছেন অ্যাডাম মিলনে।
দেখে নিন শিখরের উইকেট’টি-
— pratyay dey (@DeyPratyay) November 30, 2022