IND vs NZ: ভারতের সামনে তাসের ঘরের মত ভাঙলো কিউইদের প্রতিরোধ ! স্যান্টনারদের হারিয়ে টি-২০ সিরিজ জয় ভারতের !! 1

IND vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম খেলাটিতে হেরেছিলো ভারতীয় দল। রাঁচির মাঠে রীতিমত অঘটন ঘটিয়ে ভারতকে ২১ রানে হারিয়ে দিয়েছিলো কিউইরা। ডেভন কনওয়েদের তোলা ১৭৬ রানের জবাবে ১৫৫ তেই শেষ হয়েছিলো ভারতীয় ইনিংস। একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ফলে উড়িয়ে আসা ভারতের সামনে আচমকাই হাজির হয়েছিলো সিরিজ হারের আশঙ্কা। লক্ষ্ণৌতেও কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় দল’কে। ঘূর্ণি পিচে ভারতের ব্যাটারদের সমস্যায় ফেলেন মিচেল স্যান্টনার, ঈশা সোধিরা। মাত্র ১০০ রানের লক্ষ্যমাত্রা থাকলেও ম্যাচ জিততে অপেক্ষা করতে হয় শেষ ওভার অব্দি। গত দুই ম্যাচে কিউইদের পারফর্ম্যান্স দেখে সিরিজ জয় নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না কেউই। আহমেদাবাদের তৃতীয় টি-২০ মোকাবিলাটি কার্যত অঘোষিত ফাইনালের রূপ নিয়েছিলো। জিতলে ২০২৩ এর পারফেক্ট রেকর্ড বজায় থাকবে আর হারলে জুটবে দেশের মাঠে সিরিজ খোয়ানোর লজ্জা। তবে আজ মাঠে যাবতীয় চিন্তাভাবনা ফুৎকারে উড়িয়ে দিলো ভারতীয় দল। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে ১৬৮ রানের ব্যবধানে জিতে নিলো ম্যাচ। একই সাথে ঝুলিতে পুরে নিলো সিরিজও। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শুভমান গিলের (Shubman Gill) শতরান, রাহুল, হার্দিকদের ঝোড়ো ইনিংসের সুবাদে ২৩৪ রান তোলে ভারত। চাপের মুখে ভেঙে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ৬৬ রানেই গুটিয়ে যায় কিউইরা। সিরিজ জিতে উদযাপনে মাতলেন ঈশান, উমরানরা।

রেকর্ডবইয়ের পাতায় নাম লেখালেন শুভমান-

IND vs NZ | image: Twitter
Shubman Gill scored a brilliant century against New Zealand at Ahmedabad

গত ১৩ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ঈশান কিষণের (Ishan Kishan) রানসংখ্যা ছিলো ১৯৯। স্ট্রাইক রেট ১০৬ এর আশেপাশে। আজও বড় রান এলো তাঁর থেকে। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক ব্যাটার আজ করলেন মাত্র ১ রান। ভারতীয় ইনিংসের দ্বিতীয় ইনিংসে মাইকেল ব্রেসওয়েলের বলের ঘূর্ণিতে মাত হয়ে এল বি ডব্লু হন ঈশান। ৭ রানের মাথায় প্রথম উইকেট হারালেও আজ দারুণ ভাবে সামলে নিলো ভারতীয় দল। শুভমান গিলের (Shubman Gill) টি-২০ ফর্ম নিয়ে সমালোচনা হচ্ছিলো বিস্তর। আজ গুজরাতের চেনা মাঠে ফিরেই জ্বলে উঠলেন তিনি। টেস্ট এবং একদিনের ক্রিকেটে আগেই শতরান করেছিলেন। একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষেই করেছিলেন দ্বিশতরান। আজ তিন ফর্ম্যাটেই শতরান করার বিরল কৃতিত্ব অর্জন করে ফেললেন শুভমান (Shubman Gill)। ১২ চার এবং ৭ ছক্কায় সাজানো ইনিংসে ৬৩ বলে ১২৬* রান করে স্পষ্ট বোঝালেন তিনি তিন ফর্ম্যাটেই সমান সাবলীল। টি-২০তেও দলে নিজের জায়গা প্রতিষ্ঠা করে ফেললেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন তিনি। গুজরাতে রাহুল ত্রিপাঠীর ব্যাটেও দেখা গেলো ঝড়। শটের ডালি সাজিয়ে মাত্র ২২ বলে করলেন ৪৪ রান। ভালো শুরু করেও আজ ২৪ রানের বেশী করতে পারেন নি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে সূর্যের ব্যাটে গ্রহণের ছায়া পড়লেও সেই অভাব বুঝতে দিলেন না শুভমান (Shubman Gill)। ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে আজ তাঁকে দেখলো আহমেদাবাদের প্রায় এক লক্ষ দর্শক। শেষলগ্নে শুভমানের সাথে যোগ্য সঙ্গত করলেন অধিনায়ক হার্দিকও (Hardik Pandya)। ৩০ রান এলো তাঁর ব্যাট থেকে। ২০ ওভারের ব্যাটিং তাণ্ডব শেষে প্রতিপক্ষের দিকে … রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ‘মেন ইন ব্লু।’

কেঁপে গেলেন কিউইরা, বড় জয় ভারতের-

IND vs NZ | image: twitter
Hardik Pandya bowled brilliantly and registered his personal best bowling figures at Ahmedabad

টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা দশ ক্রিকেটখেলিয়ে দেশের বিপক্ষে কখনও ২০০ রানের বেশী লক্ষ্য তাড়া করে জয়ের নজির ছিলো না নিউজিল্যান্ড দলের। আজকেও সেই পরিসংখ্যানে কোনও বদল হলো না। ২৩৪ রান খরচ করে এমনিতেই চাপে পড়ে গিয়েছিলেন ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনাররা। পর্বতসম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কিউইদের পারফর্ম্যান্স থেকেই পরিষ্কার হলো তা। শুরুতেই উইকেটের প্রয়োজন ছিলো ভারতের। অপেক্ষাও করতে হয় নি বেশীক্ষণ। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় অধিনায়কের বলে ড্রাইভ মারতে গিয়ে স্লিপে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে বন্দী হন তিনি। শূন্যে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন সূর্য। বড় রান তাড়া করার ক্ষেত্রে নিউজিল্যান্ডের তুরুপের তাস হতে পারতেন ডেভন কনওয়ে। তাঁকে দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট করেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। প্রথম ম্যাচে নো বল করে ভিলেন হয়েছিলে অর্শদীপ। পরের ম্যাচগুলিতে দারুণ কামব্যাক করলেন তিনি। লক্ষ্ণৌতে নিয়েছিলেন দুই উইকেট। আজও তাঁর ঝুলিতে রয়েছে ২ শিকার।  বল হাতে নিউজিল্যান্ডকে অবশ্য ভাঙলেন স্বয়ং অধিনায়ক পান্ডিয়া (Hardik Pandya)। ঘরের মাঠে কেরিয়ারের সেরা বোলিং করলেন তিনি। ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে নিলেন ৪ উইকেট। দুই উইকেট নিয়েছেন শিভম মাভি (Shivam MAvi)। ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতির বলে মাইকেল ব্রেসওয়েলকে ফেরান উমরান মালিক (Umran Malik)। বিপর্যস্ত কিউইদের হয়ে লড়লেন কেবল ড্যারিল মিচেল (Daryl Michell)। গোটা সফরে নিউজিল্যান্ডের স্বান্তনা পুরষ্কার হিসেবে রাঁচিতে যে জয় এসেছিলো, সেখানে অর্ধশতক করেছিলেন মিচেল। আজও বুক চিতিয়ে লড়ে ৩৫ রান করেন। মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ১৬৮ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ ও সিরিজ জিতে নিলো ভারত। অধিনায়ক হিসেবে টানা চার টি-২০ সিরিজ জিতলেন হার্দিক। ২০২৩-এ চারটি সিরিজ খেলে চারটিই জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে সাম্প্রতিক পারফর্ম্যান্স থেকে আত্মবিশ্বাস পাবে ‘মেন ইন ব্লু।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *