IND vs NZ

IND vs NZ: জমে উঠেছে ভারত-নিউজিল্যান্ডের লড়াই। আর সেই উত্তেজনাকে আরও কয়েক গুন বাড়িয়ে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই মুহুর্তে সিরিজের ফলাফল ১-১। তাই বুধবারের ম্যাচটি যারাই জিতবে তাদের হাতে উঠবে কাপ। এই সিরিজের প্রথম ম্যাচটি হয় রাঁচিতে। সেই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে যায় কিউয়িরা। তবে তার পরের ম্যাচেই লখনউতে নিউজিল্যান্ডকে পর্যুদস্ত করে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। সেই ম্যাচে কিউয়ি ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেয় টিম ইন্ডিয়ার বোলিং ব্রিগেড। তাই বলা যেতেই পারে যাবে তৃতীয় ম্যাচের আগে দুই দলই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বলা যেতেই পারে এই লড়াইয়ে কেউ ফেভারিট নয়। সব মিলিয়ে এটা জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় থাকবেন দুই দেশের সমর্থকরা।

IND vs NZ, 3rd T20 Match, Pitch Report (পিচ রিপোর্ট)

IND vs NZ, Toss Report: টস জিতল ভারত, সিরিজ জিততে এই দুর্ধর্ষ খেলোয়াড়কে দলে নিলেন হার্দিক !! 1

ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। মূলত ব্যাটিং পিচ হলেও এই মাঠের উইকেট থেকে স্পিনাররা সবসময় সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই স্পিন বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। শুক্রবার অনুষ্ঠিত হতে চলা এই লড়াইয়ে টসজয়ী দলের অধিনায়ক প্রতিপক্ষ’কে আগে ব্যাট করতে পাঠাতে পারেন। বাইশ গজ ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে দ্বিতীয় ব্যাট করে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে।

IND vs NZ, 3rd T20 Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)

IND vs NZ, Toss Report: টস জিতল ভারত, সিরিজ জিততে এই দুর্ধর্ষ খেলোয়াড়কে দলে নিলেন হার্দিক !! 2

বুধবার অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের সময়ে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৩৯ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। ম্যাচের সময় ২১ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা মারকাটারি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

টসের পর অধিনায়কদের বক্তব্য:

হার্দিক পান্ডিয়া (ভারত অধিনায়ক):

“আমরা এই ম্যাচে প্রথমে ব্যাটিং করবো।  মনে হচ্ছে ম্যাচের দ্বিতীয় অর্ধে শিশির ফ্যাক্টর হয়ে উঠবে না।  দেখে মনে হচ্ছে এটা ব্যাটিং পিচ এবং প্রচুর রান উঠবে। দলের সবাই এই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।”

মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড অধিনায়ক):

“আমরা প্রথমে বোলিং করতাম। এখানে শুধু ভালো ক্রিকেট খেলতে এসেছি এবং সেটা উপভোগ করতে চাই। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতের মতো দলের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাই।”

ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ XI)

IND vs NZ, Toss Report: টস জিতল ভারত, সিরিজ জিততে এই দুর্ধর্ষ খেলোয়াড়কে দলে নিলেন হার্দিক !! 3

ভারত প্রথম একাদশ (IND XI)

শুভমান গিল, ইশান কিষাণ (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, আরশদীপ সিং, কুলদীপ যাদব, উমরান মালিক

নিউজিল্যান্ড প্রথম একাদশ (NZ XI)

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার, বেন লিস্টার

টস রিপোর্ট – (India vs New Zealand Toss Report)

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল ভারত

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *