IND vs NZ, Match Preview: লখনউতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, ম্যাচ জিততে তৈরি এই মারাত্মক স্ট্র্যাটেজি !! 1

IND vs NZ: রবিবার লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের দ্বিতীয় টি-২০ লড়াই অনুষ্ঠিত হতে চলেছে। ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ করার পর রাঁচিতে প্রথম টি-টোয়েন্টিতে হারের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। তাই রবিবাসরীয় এই লড়াইয়ে জিতে লখনউতে সিরিজে সমতা পুনরুদ্ধার করতে আগ্রহী হবে হার্দিক পান্ডিয়ার দল। রাঁচির ম্যাচে টিম ইন্ডিয়াকে ডুবিয়েছে তাদের ব্যাটিং লাইনআপ। এই ম্যাচে সেটার ব্যাপকরূপে উন্নতি চাইবে তারা। অন্যদিকে, ভারত সফরে প্রথম জয় পেয়ে উচ্ছ্বসিত কিউইরা। এবার লখনউয়ের এই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিততে চাইবে। সব মিলিয়ে এটা জমজমাট সিরিজ দেখার অপেক্ষায় থাকবেন দুই দেশের সমর্থকরা।

IND vs NZ, 2nd T20 Match, Pitch Report,( পিচ রিপোর্ট)-

IND vs NZ, Match Preview: লখনউতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, ম্যাচ জিততে তৈরি এই মারাত্মক স্ট্র্যাটেজি !! 2

ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে। মূলত ব্যাটিং পিচ হলেও এই মাঠের উইকেট থেকে স্পিনাররা সবসময় সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই স্পিন বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। শুক্রবার অনুষ্ঠিত হতে চলা এই লড়াইয়ে টসজয়ী দলের অধিনায়ক প্রতিপক্ষ’কে আগে ব্যাট করতে পাঠাতে পারেন। বাইশ গজ ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে দ্বিতীয় ব্যাট করে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে।

IND vs NZ, 2nd T20 Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)

IND vs NZ, Match Preview: লখনউতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, ম্যাচ জিততে তৈরি এই মারাত্মক স্ট্র্যাটেজি !! 3

রবিবার অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচের সময়ে তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৭৩ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। ম্যাচের সময় ৫ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা মারকাটারি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

IND vs NZ, 2nd T20 Match, Head To Head (হেড টু হেড)

IND vs NZ, Match Preview: লখনউতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, ম্যাচ জিততে তৈরি এই মারাত্মক স্ট্র্যাটেজি !! 4

ভারত বনাম নিউজিল্যান্ডের টি-২০’র লড়াইয়ে বিপক্ষ দেশটির থেকে সামান্য এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের জন্য মাঠে নামার আগে এই দুই দল মোট ২৩ বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এর মধ্যে ভারত জিতে নিয়েছে ১২টি ম্যাচ। অন্যদিকে, ১০টি ম্যাচ জিতে নিয়েছে কিউয়ি দল। ১টি ম্যাচের কোন ফলাফল পাওয়া যায়নি।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

ভারত-

পৃথ্বী শ, ইশান কিষাণ (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, আরশদীপ সিং, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল

নিউজিল্যান্ড-

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার, জ্যাকব ডাফি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *