IND vs NEP: চিনের হ্যাংঝৌয়ে বসেছে এশিয়ান গেমসের আসর। আর এই এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় পুরুষ ক্রিকেট দল অংশগ্রহণ করতে চলছে। ICC T20I টিম র্যাঙ্কিংয়ে ভারতের উচ্চতর র্যাঙ্কিংয়ের কারণে রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বাধীন দল কোয়ার্টার ফাইনালের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, মঙ্গোলিয়া এবং মালদ্বীপের বিরুদ্ধে ধ্বংসাত্মক জয়ের সৌজন্যে এ-গ্রুপে নিজেদের ২টি ম্যাচেই জয় তুলে নেয় নেপাল।তারা চীনে চলমান এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ ভারত ও নেপাল (IND vs NEP) প্রথম বারের জন্য টি টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি হয়েছে। এই মেগা ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন রুতুরাজ গায়কওয়াড়।
Read More: IND vs NEP: নেপালের বিরুদ্ধে ফাইনাল ওভারে চার-ছক্কার বৃষ্টি, ভারতের নয়া ‘ধোনি’ হয়ে উঠলেন রিঙ্কু সিং !!
২০২ রানে শেষ হলো ভারতের ব্যাটিং

নেপালের বিরুদ্ধে (IND vs NEP) প্রথমে ব্যাটিং করতে এসে রিতিমতন আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), অন্যদিকে দিকে সঙ্গ দিচ্ছিলেন ক্যাপ্টেন রুতুরাজ। দুজনের মধ্যে ৯ ওভারে ১০০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে, ছোট মাঠের বেশ ফায়দা তুলটর দেখা যায় দুজনকেই। দারুন সূচনা দিয়ে দশম ওভারের শেষ বলে প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন ঋতুরাজ। ২৩ বলে ২৫ রান বানিয়ে আউট হন ক্যাপ্টেন, ১০৩ রানের প্রথম উইকেট গেলে ব্যাটিং করতে আসেন তিলক ভার্মা (Tilak Varma)। রিতিমতন চাপের মুখে ছিলেন তিলক। ১০ বলে মাত্র ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিলক। আজকের ম্যাচে অভিষেক করা জিতেশ শর্মা (Jitesh Sharma) ৪ বলে ৫ রান বানিয়র প্যাভিলিয়নে ফেরেন।
আজকের ম্যাচে ম্যাচেই শতরান হাঁকালেন জসস্বী জয়সওয়াল। ৪৭ বলে নিজের শতরান সম্পূর্ণ করলেন এই তরুণ। তবে, শতরান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন তরুণ জয়সওয়াল, তবে ১৯ বলে ২ টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়ে ২৫ রানের ইনিংস খেলেন দুবে (Shivam Dube) ও অন্যদিকে ১৫ বলে ২ টি চার ও ৪ টি ছক্কা হাঁকিয়ে ৩৭ রানের ইনিংস খেললেন রিঙ্কু সিং (Rinku Singh)। এর আগে আইপিএলে জয়সওয়াল ও রিঙ্কু সিং দারুন প্রদর্শন দেখিয়ে দলকে ২০৩ রানে পৌঁছে দিলেন।
রানে গুটিয়ে গেল নেপাল দল

জবাবে ব্যাটিং করতে এসে রিতিমতন চাপের মুখে পড়ে নেপাল দল। দ্বিতীয় ওভারেই অভেশ খানের (Avesh Khan) বলে আসিফ শেখ প্যাভিলিয়নে ফেরেন, তিনি ৬ বলে মাত্র ১০ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে একাধিক বল নষ্ট করে ৩২ বলে ২৮ করে প্যাভিলিয়নে ফেরেন কুশল ভুর্তেল। রবি বিষ্ণুর (Ravi Bishnoi) ১১ তম ওভারে খেলা পাল্টে যায়, এক ওভারে ২ উইকেট হারিয়ে নেপাল ব্যাকফুটে চলে আসে। ২২ বলে ২৯ রান বানিয়ে বিষ্ণুর বলে আউট হন কুশল মাল্লা ও ওই ওভারেই ৫ বলে ৩ বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন রোহিত। পাশাপাশি, ১৫ বলে ৩২ রান হাঁকানো দীপেন্দ্র সিংকেও প্যাভিলিয়নে ফেরান বিষ্ণু। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি, তাকে সঙ্গ দিয়েছেন সাই কিশোর। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেছেন। পাশাপশি দলের হয়ে ৩ উইকেট নিয়েছেন অভেশ খান ও আরশদীপ সিং ২ উইকেট নিয়ে ১৭৯ রানের মধ্যেই আটকে দিলো নেপাল দলকে।