IND vs NED: "বোর্ডা কর্তাদের জন্যই সুযোগ পাচ্ছেন কেএল রাহুল....", ডাচদের বিরুদ্ধে পন্থকে দলে দখতে না পাওয়ায় অগ্নিশর্মা নেটিজেনরা !! 1

IND vs NED: বৃহস্পতিবার সিডনি ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসের শেষ বলে জয় তুলে নিয়েছে। মূলত বিরাট কোহলির ক্যারিশমায় এই সাফল্য পেয়েছে ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতলেও, একটা বড় সমস্যা রয়েছে যা বেশ কিছুদিন ধরেই দলের জন্য সমস্যা তৈরি করছে। আর এই সবচেয়ে বড় সমস্যা অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং। কেএল রাহুল গত কয়েকটি সিরিজে কিছু দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কিন্তু রোহিতের ব্যাট থেকে একটি দুর্দান্ত ইনিংস অপেক্ষা করছে। এ দিকে এই ম্যাচে টসের পর দেকা যায়, ডাচদের বিরুদ্ধেও দলে জায়গা পাননি ঋষভ পন্থ।

কম সুযোগ পাচ্ছেন পন্থ

IND vs NED: "বোর্ডা কর্তাদের জন্যই সুযোগ পাচ্ছেন কেএল রাহুল....", ডাচদের বিরুদ্ধে পন্থকে দলে দখতে না পাওয়ায় অগ্নিশর্মা নেটিজেনরা !! 2

এবারের বিশ্বকাপের দলে ঋষভ পন্থের পাশাপাশি দলে সুযোগ পান দীনেশ কার্তিক। আসলে এই বিশ্বকাপের আঙিনায় দীনেশকে টিম ইন্ডিয়া ফিনিশার হিসেবে দেখছে। সেই কারণেই পন্থের জায়গায় সুযোগ পেয়েই চলেছেন তিনি। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কিছুই করতে পারেননি কার্তিক। সেই কারণে ভারতীয় ফ্যানরা পন্থের দলে না থাকটা মেন নিতে পারছেন না।

দেখে নিন টুইট চিত্র:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *