IND vs NED: সিডনি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসের শেষ বলে জয় তুলে নিয়েছে। মূলত বিরাট কোহলির ক্যারিশমায় এই সাফল্য পেয়েছে ভারত। যে কোন টুর্নামেন্টের শুরুতে জয় তুলে নিতে পারলে সেটা দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগায়। সেক্ষেত্রে সেই কাজটাই করে দেখিয়েছে ভারত। এবার ভারতের মোকাবিলা ক্রিকেট বিশ্বের উঠতি শক্তি নেদারল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচের আগেই রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন, ডাচদের মোটেও হাল্কাবাবে নেওয়া যাবে না। এ দিন সেটাই করছে ভারত।
আউট ছিলেন না রাহুল !
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। সিডনির পিচে বড় রান করে বিপক্ষকে চাপে ফেলে দেওয়াটাই ছিল আসল লক্ষ্য। ওপেন করতে আসা রোহিত শর্মা ও কেএল রাহুল সেই কাজটাই করে দেখানোর চেষ্টা করেন। রোহিত রানের খরা কাটালেও. কেএল রাহুল অবশ্য ফ্লপের খাতায় ফের নাম লেখান। মাত্র ৯ রান করে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অধিনায়ক রোহিতের সঙ্গে আলোচনা করে ডিআরএস না নিয়েই সাজঘরে চলে যান ভারতীয় ওপেনার। তবে পরে দেখা যায় আউট ছিলেন না তিনি। পরিস্কার দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে চলে যাচ্ছিল।
দেখে নিন ভিডিও:
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) October 27, 2022