IND vs IRE: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। রবিবার সফরের প্রথম ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে ডাবলিনের মালাহাইড ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দুই দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচের লড়াইয়ের জন্য মূলত দলের জুনিয়র ক্রিকেটারদের সুযোগ করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। চলতি বছরে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এমনটা দলকে আইরিশদের মোকাবিলা করার জন্য পাঠানো হয়েছে। দীপক হুডা, আরশদীপ সিং, উমরান মালিকরা দেশের জার্সি গায়ে নিজেদের প্রমাণ করতে মরিয়া থাকবেন। অন্যদিকে, আয়ারল্যন্ডের জন্য তুরুণ ভারতীয় দলের বিরুদ্ধে মোকাবিলা করে ভালো কিছু করে দেখানোর সুযোগ থাকবে। সব মিলিয়ে একটা লড়াকু ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট ফ্যানরা।
IND vs IRE Malahide Cricket Club Ground Weather and Pitch Report:
ডাবলিনের মালাহাইড ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। স্পিনাররা ম্যাচের মাঝামাঝি পিচ থেকে টার্ন আদায় করে নিতে পারে। তবে গোটা ম্যাচ জুড়ে বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। ম্যাচের সময়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৭২ শতাংশ। ১৯ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। ম্যাচের মধ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই।
জয় দিয়েই সিরিজ জিততে মরিয়া হার্দিকের টিম ইন্ডিয়া
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের জুনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আসলে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলাট জন্য ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ’র মতো সিনিয়র ক্রিকেটাররা। অন্যদিকে, আয়ারল্যান্ডের এই দল বেশ অভিজ্ঞ এবং পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি’র মতো ক্রিকেটাররা নিজেদের দিনে যে কোন দলকে চাপে ফেলে দেওয়ার ক্ষমতা রাখেন। রবিবার তাই নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিতে মরিয়া হার্দিক পান্ডিয়ার দল।
ভারতের সম্ভাব্য সেরা একাদশ
ইশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সি), দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আভেশ খান
আয়ারল্যান্ডের সম্ভাব্য সেরা একাদশ
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, ক্রেইগ ইয়াং, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল