IND vs ENG

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংরেজদের মাটিতে নিজেদের সেরাটা দিয়ে সিরিজ জয়ের সন্ধান করছে টিম ইন্ডিয়া এবং ইতিহাস সৃষ্টির সেরা সুযোগ রয়েছেতাদের সামনে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর কোহলি ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এবং রোহিত শর্মা দায়িত্ব নেন। রবি শাস্ত্রীর বদলে রাহুল দ্রাবিড় এখন টিম ইন্ডিয়ার কোচ। সব মিলিয়ে নতুন কম্বিনেশনের মধ্যে দিয়ে সিরিজের শেষ টেস্টটা জিততে মরিয়া ভারতীয় ক্রিকেট দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে ১ থেকে ৫ জুলাই এজবাস্টনে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলবে। এই ম্যাচটি পাঁচ ম্যাচের সিরিজের অংশ যা ২০২১ সালে কোভিড ১৯-এর কারণে চতুর্থ টেস্ট ম্যাচের পর স্থগিত হয়ে গিয়েছিল। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল ২-১ তে এগিয়ে থেকে দেশে ফিরেছিল। এবার সেই টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর বোর্ডের এই দল ঘোষণার পর টুইটারে হামলে পড়লেন নেটিজেনরা। চেতেশ্বর পুজারা দলে জায়গা ফিরে পাওয়ায় খুশির বন্যা দেখা যায় টুইটারে।

দেখে নিন টুইটারের যাবতীয় চিত্র:

 

Leave a comment

Your email address will not be published.