IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার এই দুই দল মুখোমুখি হবে ওভালে। সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে ২-১ ফলাফলে জিতে এই ম্যাচে নামতে চলেছে ভারত। তাই এই ম্যাচে নামার আগে অবশ্যই আত্মবিশ্বাসে ভরপুর থাকবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে নামার আগে বড় খবর হল, মঙ্গলবারের এই ওয়ানডে ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন শিখর ধাওয়ান। এদিকে বিরাট কোহলির পরপর ফ্লপ করার পরও এই ম্যাচে দলে থাকবেন বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে, লড়াই ছাড়া এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ইংল্যান্ডের টিম। টি-২০ সিরিজ হেরে গেলেও, ওয়ানডে ফর্ম্যাটে ইংলিশ দল যথেষ্ট শক্তিশালী। টিমে আছেন জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জো রুটের মতো তারকা ক্রিকেটাররা। উল্লেখ্য, ইংল্যান্ডের মাটিতে শেষ ৩টি ওয়ানডে ম্যাচেই হারতে হয়েছে টিম ইন্ডিয়া। তাই মঙ্গলবারের ম্যাচটা জিতে নিতে নিজের সেরাটা দিয়ে লড়াই করতে প্রস্তুত রোহিত শর্মার দল।
IND v ENG Kensington Oval, London Weather, and Pitch Report:
ওভাল স্টেডিয়ামের মাঠের উইকেট ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। স্পিনাররা ম্যাচের মাঝামাঝি পিচ থেকে টার্ন আদায় করে নিতে পারে। তবে গোটা ম্যাচ জুড়ে বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। ম্যাচের সময়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৪০ শতাংশ। ১৯ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। খেলা চলাকালীন শিশির পড়ারও কোন সম্ভাবনা নেই।
মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে ইংলিশ দল
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এই ভারত বনাম ইংল্যান্ডের লড়াইয়ে বিপক্ষ দলের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার মাঠে নামার আগে এই দুই দলের মধ্যে অনেক ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এর আগে মোট ১০৩বার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এই দুই দেশ। এর মধ্যে মোট ৫৫টি ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। অন্যদিকে, লড়াই করে বাকি ৪৩টি ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড দল। বাকি পাঁচটি ম্যাচের কোন ফলাফল হয়নি। সব মিলিয়ে একটি ভালো লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
ইংল্যান্ডের সম্ভাব্য সেরা একাদশ
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলী, স্যাম কুরান, ক্রেইগ ওভারটন, ডেভিড উইলি, ম্যাট পারকিনসন, রিস টপলি