IND vs ENG: পন্থ ঝড়ে সিরিজ জয় ভারতের, মারকাটারি ব্যাটিংয়ে ওল্ড ট্র‍্যাফোর্ডে বাজিমাত রোহিত শর্মার দলের 1

IND vs ENG: আইপিএলের খারাপ ফর্ম। ঠিক তারপরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ্বলে উঠতে না পারা। সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই নিজের ব্যাটিং ফর্ম নিয়ে বেশ চাপের মধ্যে ছিলেন ঋষভ পন্থ। অনেকেই তাকে দল থেকে বাদ দেওয়ার কথা বলেন। তবে নিজের ওপর ভরসা ছিল ভারতীয় দলের এই উইকেটরক্ষকের। আর ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ঠিক সেটাই প্রমাণ করে দিলেন তিনি। এ দিন ১১৩ বলে ১২৫ রানের ম্যাচ জেতানো ইনিংস দেখিয়ে দিল, তিনিই টিম ইন্ডিয়ার এক নম্বর উইকেটরক্ষক। তবে শুধু পন্থের কথা বললেই কাহিনী শেষ হবে না। ভারতের হয়ে বল হাতে চার উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৭১ রানের দামি ইনিংস খেলে যান তিনি। সব মিলিয়ে এই দুজনের ওপর ভর করেই এই একদিনের সিরিজ জিতে নিল ভারত।

IND vs ENG: পন্থ ঝড়ে সিরিজ জয় ভারতের, মারকাটারি ব্যাটিংয়ে ওল্ড ট্র‍্যাফোর্ডে বাজিমাত রোহিত শর্মার দলের 2

এ দিন, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল তাদের প্লেয়িং ১১-এ একটি পরিবর্তন করে। কোমরে ব্যথার কারণে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে যানন জসপ্রীত বুমরাহ, তার জায়গায় দলে নেওয়া হয় মোহাম্মদ সিরাজকে। অন্যদিকে, ইংল্যান্ড তাদের দলে কোন পরিবর্তন না করেই মাঠে না। সব মিলিয়ে ভারতের সামনে ২৬০ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলি তাড়াতাড়ি ফিরে গেলেও, ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নেয় ভারতীয় দল।

বল হাতে চারটি উইকেট নেন হার্দিক

IND vs ENG: পন্থ ঝড়ে সিরিজ জয় ভারতের, মারকাটারি ব্যাটিংয়ে ওল্ড ট্র‍্যাফোর্ডে বাজিমাত রোহিত শর্মার দলের 3

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ড দলের। দ্বিতীয় ওভারেই ইংল্যান্ডকে দুটি বড় ধাক্কা দেন ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। তিনি ওপেনার জনি বেয়ারস্টো (০) এবং জো রুটকে তার শিকারে পরিণত করেন। এরপর দ্বিতীয় ওপেনার জেসন রয় (৪১) তৃতীয় উইকেটে বেন স্টোকসের (২৭) সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন। দশম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন রয়। ১৪তম ওভারে স্টোকসকে কট ও বোল্ড করেন হার্দিক। পঞ্চম উইকেটে মঈন আলীর (৩৪) সঙ্গে ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ক্যাপ্টেন জস বাটলার (৬০)। ২৮তম ওভারে মঈনকে প্যাভিলিয়নে পাঠিয়ে এই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।

লিয়াম লিভিংস্টোনের (২৭) সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪৯ রান যোগ করেন বাটলার। বাটলার ও লিভিংস্টোনের ইনিংস শেষ হয় ৩৭তম ওভারে হার্দিকের বলে। ডেভিড উইলি (১৮) এবং ক্রেইগ ওভারটন (৩২) অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন। ৪৪তম ওভারে চাহালের বলে আউট হন উইলি। একই সময়ে, চাহাল ৪৬তম ওভারের তৃতীয় বলে ওভারটন এবং পঞ্চম বলে রিস টপলিকে (০) আউট করে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন। ভারতীয় দলের হয়ে হার্দিক নেন ৪ উইকেট। চাহাল ৩টি, সিরাজ ২টি ও জাদেজা একটি উইকেট নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *